সাতক্ষীরা ১৩ দফা দাবিতে মাদ্রাসার শিকদের মানববন্ধন কর্মসুচি পালিত

0
190

প্রতিনিধি ঃ মাদ্রাসা শিার স্বকীয়তা বজায় রাখার জন্য স্বতন্ত্র শিাক্রম ও পাঠ্যপুস্তক প্রত্যয়নের দাবিসহ ১৩ দফা দাবিতে সাতীরায় মাদ্রসার শিকদের মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে। বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন সাতীরা জেলা শাখার আয়োজনে সোমবার সকালে সাতীরা প্রেসকাবের সামনে উক্ত মানববন্ধন কর্মসুচি পালিত হয়।
সংগঠনটির সাতীরা জেলা শাখার সাধারণ সম্পদক আলতাফ হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন সাতীরা জেলা শাখার সভাপতি এ.এ.এম ওজায়েরুল ইসলামসহ বিভিন্ন মাদ্রাসার শিকগণ। পরে তারা জেলা প্রশাসক বরারবর স্মারকলিপি প্রদান করা হয়।##

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here