আশাশুনিতে মাদক ধরা নিয়ে পুলিশের উপরে হামলা ঘটনায় অব্যাহত অভিযানে আরো ৪ জন সহ আটক-৬

0
178

এমএম সাহেব আলী, আশাশুনি প্রতিনিধি: আশাশুনির কাদাকাটিতে মাদক ধরা কেন্দ্রিক পুলিশের উপরে হামলা ও মারপিটের ঘটনায় অব্যহত অভিযানে আরো ৪ জনসহ অন্য মামলায় দুইজন আসামী কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গত ১১ নভেম্বর সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে এসআই গাজী নুরুন্নবী সঙ্গীয় পুলিশ সদস্য মোহন কুমার সেন উপজেলার কাদাকাটি ইউনিয়নের তেতুলিয়া বাজারে তেতুলিয়া গ্রামের আব্দুর রউফের পুত্র রাসেলকে আটক করে মাদক উদ্ধারকালে তার সহযোগিরা পুলিশের উপর হামলা করে। এ ঘটনা থানায় পুলিশ বাদী হয়ে ১৩(১১)২২নং মামলা দায়ের করেন। এরপর মামলার আসামীদের গ্রেপ্তারে অভিযান অব্যহত রাখা হয়। মঙ্গলবার থানার অফিসার ইনচার্জ মোঃ মমিনুল ইসলাম (পিপিএম)’র নেতৃত্বে ইন্সপেক্টর তদন্ত জাহাঙ্গীর হোসেনসহ এসআই-এএসআই সঙ্গীয় পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে টেকাকাশিপুর গ্রামের মৃত কিনু গাজীর ছেলে সাইফুল ইসলাম (৩০). শাহনগর গ্রামের মৃত মোহর আলী শাহ এর ছেলে মোঃ শাহিন শাহ (৫২), মৃত অমেদ আলী শাহ এর ছেলে মোঃ ফারুক শাহ (৪৫), মোসলেম খাঁ এর ছেলে ইব্রাহিম খাঁ (৩৪) এ ছাড়া নিয়মিত মামলায় ২আসামীকে আটক করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বুধবার সকালে কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here