সাতক্ষীরার প্রতিনিধি ঃ সাতক্ষীরায় মানবাধিকারের সার্বজনীন ঘোষণার ৭৫ বছর ও মানবাধিকার দিবস-২০২২ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জাতিসংঘ বাংলাদেশের সহযোগিতায় বৃহস্পতিবার বেলা ১১ টায় সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের হল রুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ বাসুদেব বসু।
আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, সরকারী মহিলা কলেজের উপাধ্যক্ষ আবু হেনা মোস্তফা কামাল, ইন সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট (পুলিশ সুপার) মোহাম্মদ বেলায়েত হোসেন, ইউএন’র আবাসিক প্রতিনিধি জাহিদ হোসেন, অধ্যাপিকা আশাকা সিদ্দিকা প্রমুখ।
বক্তরা এ সময় বলেন, ১৯৪৮ সালের এই দিনে জাতিসংঘে ‘মানবাধিকারের’ সর্বজনীন ঘোষণাপত্র গৃহীত হয়। এ বছর বিশ্বব্যাপী মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্রের ৭৫ বছর পূর্তি হচ্ছে। জাতিসংঘ কর্তৃক যে সনদে যে মানবাধিকরের কথা বলা হয়েছে, সেটা অনেক ক্ষেত্রে ব্যত্তায় ঘটছে। আমাদের সংবিধানে সবার জন্য সমান অধিকারের কথা বলা হয়েছে। সংবিধানে নারীদের
সমান অধিকারের কথা বললেও নারীরা নির্যাতনের শিকার হচ্ছে। এর পরও তারা মুখ খুলছেন না। আদালতে যেয়েও তারা ন্যয় বিচার পাচ্ছেন না। জলবায়ু পরিবর্তণজনিত কারণে সৃষ্ট অভিঘাতে প্রাকৃতিক দুর্যোগে উপকুলীয় অঞ্চলের মানুষ বাস্তুচ্যুত হচ্ছে। অনেক ক্ষেত্রে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। শিক্ষার্থীসহ সমাজের সকল মানুষ ঐক্যবদ্ধভাবে মিলে কাজ করলেই মানবাধিকার নিশ্চিত করা সম্ভব।
এর আগে সকালে একটি র্যালি সাতক্ষীরা সরকারি মহিলা কলেজ থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে একই স্থানে গিয়ে শেষ হয়।















