কলারোয়ার দেয়াড়ায় লাখ টাকার সরকারি গাছ কর্তনের অভিযোগ

0
376

কলারোয়া(সাতক্ষীরা)প্রতিনিধিঃ সাতক্ষীরার কলারোয়ায় রাতারাতি লাখ টাকার
সরকারি গাছ কর্তনের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে-উপজেলার দেয়াড়া ইউনিয়নের
৯নং ওয়ার্ডের দেয়াড়ার কাশিয়াডাঙ্গা গ্রামে। এলাকাবাসী সূত্রে জানা
গেছে-কতিপয় ব্যক্তিরা দীর্ঘ দিন ধরে দেয়াড়ার কাশিয়াডাঙ্গার খাপাড়া রোড়ের
সরকারি কাছ কর্তন করে বিক্রয় করে দিয়ে আসছে। ওই রোড় থেকে প্রায় ২/৩শ গাছ
কর্তন করা হয়েছে বলে এলাকাবাসীরা জানিয়েছেন। এই এত সংখ্যক গাছ কর্তন
করলেও কেউ কিছু না বলার কারণে গত বুধবার থেকে ওই কতিপয় ব্যক্তিরা দলবদ্ধ
হয়ে একই স্থান থেকে প্রায় ৪০/৪২টি সরকারি কাছ কর্তন করেছে। যার বাজার
মূল্য প্রায় লাখ টাকার মতো। কাশিয়াডাঙ্গার খাপাড়ার এক কৃষক নাম প্রকাশ না
করার সত্তে জানান-তার নাম প্রকাশ করা হলে ওই গাছ চোরের তাকে মারপিট করবে।
সে আর বাড়ীতেও থাকতে পারবেন না। তিনি বলেন-সরকারি গাছ দীর্ঘ দিন ধরে ওই
রোড় থেকে চুরি করে কেটে নিয়ে কাঠগলায় বিক্রয় করে দেয়া হচ্ছে। এতে করে
এলাকায় বন বিভাগ ও এলজিইডি বিভাগের লাগানো গাছ উজাড় হয়ে যাচ্ছে। এবিষয়ে
দেয়াড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবর রহমান মফে বলেন-এবিষয়ে কেউ কোন
অভিযোগ দেয়নি। গাছ কর্তনের বিষয়ে তিনি কিছুই জানেনা। এলাকাবাসী সরকারি
গাছ কর্তনের বিষয়টি তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য জেলা
প্রশাসনের সু-দৃষ্টি কামনা করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here