কালিগঞ্জে নব-গঠিত ছাত্রলীগ নেতা মামুন ও রাসেল এর নেতৃত্বে আনন্দ র‌্যালী অনুষ্ঠিত।

0
246

ইমন সাতক্ষীরা কালিগঞ্জ প্রতিনিধিঃ-কালীগঞ্জে নবগঠিত ছাত্রলীগের সভাপতি মামুন ও সাধারণ সম্পাদক রাসেল এর নেতৃত্বে বিজয় র‌্যালী অনুষ্ঠিত হয়, ২৭ডিসেম্বর-২২ মঙ্গলবার বিকাল ৪টায় কালিগঞ্জ সরকারি কলেজ চত্বর থেকে আনন্দ র‌্যালী শুরু হয়ে কালীগঞ্জের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নাজিমগঞ্জ বাজারে পথসভার মাধ্যমে শেষ হয়, এ সময় উপস্থিত ছিলেন ক্রমান্বয়ে, কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাস্টার নরিম আলী মুন্সি, কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনামুল হক (ছোট), আন্তর্জাতিক ফিফা রেফারি ও উজ্জীবনী ইনস্টিটিউট এর প্রধান শিক্ষক ইকবাল আলম (বাবলু), কালিগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক তানভীর আহমেদ (উজ্জল), কালিগঞ্জ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) লক্ষণ কুমার ঘোষ, কালিগঞ্জ উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান, কালিগঞ্জ উপজেলা আওয়ামী এর প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুর রহমান, কালিগঞ্জ উপজেলা আওয়ামী নেতা শফিকুল মাস্টার, কালিগঞ্জ শ্রমিক ইউনিয়নের সভাপতি মনিরুজ্জামান (মনি), কালিগঞ্জ উপজেলা তাঁতী লীগের সভাপতি আবু বক্কর, কালিগঞ্জ উপজেলা ছাত্রলীগের (সাবেক) সভাপতি কাজী নুর আহমেদ রনি, কালিগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক (সাবেক) ফিরোজ শাহরিয়ার, উপজেলা শ্রমিকলীগের সবুর গাজী, কালিগঞ্জ উপজেলা ছাত্রলীগের (সাবেক) সভাপতি বাবু গৌতম লস্কর, সাবেক ছাত্রলীগ নেতা মীর সোহাগ, কালিগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি নেছার ও সাধারণ সম্পাদক (বাপ্পি),ছাত্রলীগ নেতা তামিম আহমেদ (রনি) এছাড়াও কালিগঞ্জ উপজেলার ১২টি ইউনিয়ন থেকে আসা ছাত্রলীগের অসংখ্য নেতাকর্মী, আনন্দ র‌্যালী শেষে,কালিগঞ্জ নবগঠিত উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক, জেলা ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদক কে, কৃতজ্ঞতা জ্ঞাপন করে বলেন, তাদের উপরে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করবেন এবং জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে, ও সংগঠনকে সামনের দিকে এগিয়ে নিতে, নিরলস কাজ করবেন বলে সাংবাদিকদের জানান।।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here