দেবহাটায় ডিআরআরএ এর আইজিএ উপকারভোগীদের ভিটিসি ও জব লিংকেজ করণে কর্মশালা

0
227

ভ্রাম্যমান প্রতিনিধি: দেবহাটায় ডিআরআরএ’র উদ্যোগে আইজিএ উপকারভোগীদের ভিটিসি ও জব লিংকেজ করণে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার লিলিয়ানা ফাউন্ডেশন এর আর্থিক সহযোগীতায় এবং ডিআরআরএ কর্তৃক বাস্তবায়িত “কমিউনিটি বেইজড ইনক্লুসিভ ডেভেলপমেন্ট (সিবিআইডি)” প্রকল্পের আওতায় ডিআরআরএ’র হাদিপুর ট্রেনিং এ্যান্ড রিসোর্চ সেন্টার (টার্ক) অনুষ্ঠিত হয়।
সিবিআইডি প্রকল্পের আওতায় ২০ জন উপকারভোগীকে আয়বৃদ্ধিমুলক কর্যক্রম সম্প্রসারণ করার লক্ষ্যে প্রকল্পের পক্ষে স্থানীয় দোকান্দার, আড়ৎদার, সহ সম্ভব্য চাকুরীদাতাগণের সাথে কর্মক্ষম ও প্রত্যাসিত উপকারভোগীগণের সাথে সরাসরি সাক্ষাতকার করনের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ প্রদান করা হয়। উক্ত কর্মশালায় কালিগঞ্জ ও শ্যামনগর উপজেলার মোট ৮ টি ইউনিয়ন থেকে মোট ১৮ জন সম্ভব্য চাকুরীদাতা এবং ১৪ জন প্রত্যাশিত উপকারভোগী উপস্থিত ছিলেন। 
লিংকেজ করণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিআরআরএ’র এমসিপি ব্যাবস্থাপক বি. এম আনজির হোসেন। সভাপতিত্ব করেন সিবিআর কো-অর্ডিনেটর অসিত দেবনাথ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here