পাটকেলঘাটা সহকারী ভুমি কমিশনার এর হস্তক্ষেপে বে-দখল হওয়া সরকারী রাস্তা উদ্ধার

0
208

এস.এম মজনু, পাটকেলঘাটা (সাতক্ষীরা) থেকে : পাটকেলঘাটার তৈলকুপি গ্রামের ঐতিহ্যবাহী পুরাতন বাজার খোলা সরকারি রাস্তা দীর্ঘদিন পর ভূমিদস্যুদের কবল থেকে মুক্ত হতে চলেছে।
স্থানীয় বাজারটির অতীত ঐতিহ্য ধরে রাখতে সরুলিয়া ইউনিয়ন পরিষদ থেকে ২০১৯ সালে একটি চাঁননী তৈরি করা হয়েছে। এলাকাবাসী, মোঃ শাহাবুদ্দিন বিশ্বাস কে বাদি করে তালা উপজেলা সহকারী (ভূমি) কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন। সহকারী কমিশনার (ভূমি) বিষয়টি আমলে নিয়ে কার্যকরী ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। পাটকেলঘাটা তহশিলদার ঘটনাস্থলে গিয়ে রাস্তা দখলের বিষয়টি সত্যতা নিশ্চিত করেন। দখলদার স্থানীয় কওছার আলী মোড়ল সহ সকল কে দ্রুত স্থাপনা সরিয়ে নিতে নির্দেশ প্রদান করলেও সেটি আমলে নেননি দখলদার বাহিনী। বর্তমানে এলাকাবাসীর সহযোগিতায় রাস্তার এক প্রান্তে মাটি ভরাটের কাজ শুরু হয়েছে। এদিকে রাস্তার কার্যক্রম দেখে দখলদার কওছার মোড়ল তাঁর স্থাপনা নির্মাণ কাজ সরিয়ে না নিয়ে অর্থের প্রভাব খাটিয়ে বিভিন্ন মহলে দৌড়ঝাঁপ চালিয়ে যাচ্ছে। স্থানীয় গ্রামবাসীর দাবি যুগ যুগ আগে থেকে জনসাধারণের চলা চলের রাস্তাটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উদ্ধার করে জনস্বার্থে ব্যবহারের জন্য উন্মুক্ত করে দেবেন বলে দাবি জানিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here