সাতক্ষীরার উকসা সীমান্তে বিজিবি ও বিএসএফর পতাকা বৈঠক অনুষ্ঠিত ভারত-বাংলাদেশ সীমান্তে চোরাচালান ও অনুপ্রবেশ ঠেকাতে যেথৈ ভাবে কাজ করার একমত পোষন

0
188

সাতক্ষীরা প্রতিনিধি ঃ ভারত-বাংলাদেশ সীমান্তে চোরাচালান ও অনুপ্রবেশ ঠেকাতে যেথৈ ভাবে কাজ করবে বলে একমত পোষন করেছে বিজিবি ও বিএসএফ। আন্তর্জাতিক সীমান্ত আইন মেনে সকল সমস্যা আলোচনার মাধ্যমে সমাধান করার অঙ্গিকারও ব্যক্ত করেন তারা। সাতক্ষীরাস্থ নীলডুমুর ব্যাটালিয়নের আয়োজনে আজ বৃহস্পতিবার সকাল সোয়া ১১টায় কালিগঞ্জের উপজেলার উকসা সীমান্তের উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত পতাকা বৈঠকে বিজিবি ও বিএসএফ পক্ষ থেকে এসব কথা জানানো হয়। সৌহাদ্যপূর্ন এ বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন সাতক্ষীরাস্থ নীলডুমুর ১৭ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল কামরুল আহসান ও ভারতের কলকাতাস্থ ১১৮ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ডেন্ট শ্রী রাজেস কুমার ত্রিপাটি।
পতাকা বৈঠকের শুরুতে ফুলেল শুভেচ্ছা জানানোর পর দুই দেশের মধ্যে সীমান্ত আইন নিয়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। এক ঘন্টার এ পতাকা বৈঠকে সাতক্ষীরাস্থ নীলডুমুর ১৭ ব্যাটালিয়নের অধিনায়কের নেতৃত্বে ভারপ্রাপ্ত এ্যাডজুটেন্ট ক্যাপ্টেন শাহ রেজা আল-ফামিসহ ১১ জন ও ভারতের কলকাতাস্থ ১১৮ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ডেন্টের নেতৃত্বে ডেপপুটি কমাড্যান্ট সোয়েব সিংসহ ১৫ জন সেখানে উপস্থিত ছিলেন।
ভারত-বাংলাদেশ সীমান্তে চোরাচালান ও অনুপ্রবেশ ঠেকাতে এ সময় যেথৈভাবে কাজ করবে বলেও একমত পোষন করেন তারা। আন্তর্জাতিক সীমান্ত আইন মেনে সকল সমস্যা আলোচনার মাধ্যমে সমাধান করার অঙ্গিকার ব্যক্ত করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here