দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর দশমিনা উপজেলার রনগোপালদী ইউনিয়নে ৩নং ওয়ার্ডের জগত দাস গ্রামে চলাভাঙ্গা খালের উপর ভাঙ্গা-চুড়া ব্রিজটি নতুন করে নির্মানের দাবিতে ২০ নং রনগোপালদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিার্থী ও এলাকাবাসী মানববন্ধন করেছে।
বিদ্যালয়ের প্রধান শিক আওলাদ হোসেন মিলন বলেন, দীর্ঘদিন ধরে কর্তৃপরে অবহেলায় ভাঙ্গাচুড়া ব্রিজটি আজও সংস্কার করা হয়নি। ব্রিজটি ভেঙ্গে গিয়ে মরণ ফাঁদে পরিণত হওয়ায় জগত দাস গ্রাম থেকে প্রতিদিন প্রায় এক থেকে দেড়শত শিার্থী কাশে না আসতে পারায় ব্যাহত হচ্ছে লেখাপড়া এবং শিার্থীদের উপস্থিতি কমে গেছে। ব্রিজটি দিয়ে যাওয়া আশার জন্য দূর্ভোগ পোহাতে হচ্ছে স্কুল-কলেজ মাদ্রাসার শিার্থীসহ এলাকাবাসীর। এলাকার সাখাওয়াত হোসেন মৃধা বলেন, দীর্ঘদিন ধরে এ ব্রিজটি চলাচলের অনুপযোগী হয়ে আছে কিন্তু দেখার কেউ নেই। জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হতে হয় ছোট বড়। এভাবে ভাঙ্গা ব্রিজটি দিয়ে প্রতিদিন যাতায়াত করে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে কোমল মতি স্কুল-শিার্থী সহ প্রায় ৩ থেকে ৪ শতাধিক মানুষের। স্কুল-কলেজ মাদ্রাসা এবং উলানিয়া -রনগোপালদী বাজার যাতের জন্য একমাত্র যাতায়াতের পথ এই ব্রিজটি চলাচলের জন্য অনুপযোগী হয়ে পড়েছে।
এলাকাবাসী ইলিয়াজ হাওলাদার জানান,প্রতিদিন ভাঙ্গাচুড়া ব্রিজটি দিয়ে পাড়াপাড় করতে গিয়ে বই-খাতা কলম নিয়ে শিার্থীরা কাদায়-পানিতে একাকার হতো অনেক সময়, জীবনের ঝুঁকি নিয়ে পাড়াপাড় হলেও চরম ভোগান্তির যেন শেষ নেই। উপজেলা সংশ্লিষ্ট কর্তৃপরে কাছে অনুরোধ দ্রুত নতুন ব্রিজের দাবী জানাচ্ছি ।
উপজেলা প্রকৌশলী মকবুল হোসেন বলেন, কবে কখন মানববন্ধন হয়েছে তা আমি জানি না, ব্রিজ ভেঙ্গেছে তাও জানি না, লোক পাঠিয়ে খোজ খবর নিয়ে দেখবো।















