কয়রায় জব্দকৃত ১৫ মন ভেজাল মধু ধ্বংস

0
199

কয়রা (খুলনা) প্রতিনিধি : খুলনার কয়রায় জব্দকৃত ১৫ মন ভেজাল মধু ধ্বংস করা হয়েছে। মঙ্গলবার বিকাল সাড়ে চারটার দিকে কয়রা সিনিয়ার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিজ্ঞ বিচারক মোঃ দেলোয়ার হোসেন এর উপস্থিতিতে পানিতে ফেলে দিয়ে এই মধু ধ্বংস করা হয়। প্রসঙ্গত ২০২২ সালের নয় নভেম্বর কয়রা থানা পুলিশ অভিযান চালিয়ে কয়রা সদরের রিমা ফার্নিচারের সামনে রাস্তা থেকে পরিত্যক্ত অবস্থায় ১৮ টি প্লাস্টিকের গ্রামে ভরা ১৫ মন মধু জব্দ করে বিজ্ঞ আদালতে প্রেরণ করলে, জব্দকৃত এ মধু ভেজাল কিনা যাচাইয়ের লক্ষ্যে আলামত হিসাবে কিছু মধু বি এস টি আই খুলনা বরাবর প্রেরণ করা হয়। পরীক্ষায় জব্দকৃত মধুর নমুনাটি অকৃতি কার্য হয়েছে মর্মে উপ-পরিচালক রসায়ন বিএসটিআই খুলনা মতামত প্রদান করলে ১০ জানুয়ারি মঙ্গলবার বিকাল সাড়ে চারটায় কয়রা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিজ্ঞ বিচারক মো: দেলোয়ার হোসেন ও গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে ভেজাল এ মধু পানিতে ফেলে ধ্বংস করা হয়।##

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here