বিশ বছর পর বাঘারপাড়ার ওয়াদীপুর আলিম মাদরাসর বেতন অনুমোদন হওয়ায় দোয়া অনুষ্ঠান

0
200

বসুন্দিয়া প্রতিনিধি : যশোরের বাঘারপাড়া উপজেলার ওয়াদীপুর আলিম মাদরাসা প্রতিষ্ঠার বিশ বছর পর শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা মন্ত্রণালয় অনুমোদন দেওয়ায় ২৩ জানুয়ারি সোমবার সকাল ১০ টার সময় মাদরাসা প্রঙ্গনে এক বিশেষ দোয়া ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করেন প্রতিষ্ঠান কর্তৃপক্ষ।
মাদরাসার পরিচালনা কমিটির সভাপতি, ইউপি সদস্য শেখ মোঃ ছাদেকুর রহমান এর সভাপতিত্বে উক্ত দোয়া ও আলোচনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা মোঃ নওশের আলী, মাদরাসার প্রতিষ্ঠাতা সভাপতি, অধ্যাক্ষ মাওলানা আব্দুর রাজ্জাক, মাহমুদপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নারায়ন চন্দ্র দাস, মাদরাসার অধ্যাক্ষ মাওলানা ইব্রাহিম খলিল, সাবেক সভাপতি ফেরদৌস হোসেন, সাবেক সভাপতি অধ্যাপক রোস্তম আলী, দাতা সভাপতি আঃ গনি মোল্যা, সাবেক সদস্য ওমর আলী, সাবেক সদস্য সোহরাব হোসেন, সাবেক সদস্য জাকির হোসেন, অভিভাবক সদস্য আমের আলী বিশ্বাস, প্রভাষক মিজানুর রহমান, মাষ্টার হাসান আলী, মাষ্টার লিয়াকত আলী, মাষ্টার হযরত আলী, অবঃ প্রাপ্ত সেনা সদস্য আব্দুর রহমান, সহ মাদরাসার শিক্ষক, কর্মচারী, শিক্ষার্থী এবং অভিভাবক সদস্য গন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন মাদ্রাসার শিক্ষক নুরনবী। অনুষ্ঠানে সভাপতির বক্তব্য শেখ ছাদেকুর রহমান, মাদ্রাসা শিক্ষার গুরুত্ব তুলে ধরে বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্যের পাশাপাশি অত্র প্রতিষ্ঠানে শিক্ষার মানউন্নায়নে শিক্ষক কর্মচারীদের সজাগ দৃষ্টি রাখার আহবান করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here