যশোরে সেইলর হাফ ম্যারাথন অনুষ্ঠিত

0
312

প্রেস বিজ্ঞপ্তি : সুস্থ দেহ, সবল মনের লক্ষে শুক্রবার যশোরে প্রথম বারের মত অনুষ্ঠিত হয়েছে ‘সেইলর যশোর হাফ ম্যারাথন ২০২৩। এদিন সকাল ৬ টার দিকে যশোর পলিটেকনিক ইন্সটিটিউট এর মাঠ থেকে হাফ ম্যারাথন শুরু হয়। চারখাম্বা মোড় ঘুরে থেকে রানাররা আবার শুরুর প্রান্তে ফিরে আসে।
সুস্থ থাকতে দৌড়ের বিকল্প নেই- এই প্রতিপাদ্যকে সামনে রেখে ”যশোর রানার্স কমিউনিটি” এর আয়োজন করে।প্রতিযোগিতায় টাইটেল স্পন্সার ছিল ফ্যাশন ব্র্যান্ড সেইলর। যশোর হাফ ম্যারাথন ২০২৩ এ মোট ৩০০ স্লটের বিপরীতে অংশগ্রহণ করেছেন নারী-পুরুষ উভয়ই। প্রতিযোগিতাটিতে যথাক্রমে ২১ কিঃমিঃ, ১০ কিঃমি এবং ৩ কিঃ মিঃ বিভাগের সমন্বয়ে অনুষ্ঠিত হয়। সেইলর যশোর হাফ ম্যারাথনে সর্ব প্রথম ২১ কিঃমিঃ অতিক্রম করে পুরুষ বিভাগে প্রথম হয়েছেন আমিনুর রহমান এবং নারী বিভাগে প্রথম হয়েছেন জাপানের নাগরিক ইরি লি কইকি। ১০ কিঃমিঃ পুরুষ বিভাগে প্রথম হয়েছেন আলামিন। এবং অন্যদিকে নারী বিভাগে প্রথম হয়েছেন জুবায়রা জাহানারা। এছাড়া একটি ৩ কিঃ মিঃ বিভাগে আয়োজন ছিল সাধারণ মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধির জন্য।#

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here