পাটকেলঘাটায় পানির লেয়ার নিচে নেমে যাওয়াই ইরি বোরো ধান চাষীরা বিপাকে

0
161

এস.এম মজনু, পাটকেলঘাটা (সাতক্ষীরা) থেকে : পাটকেলঘাটা সহ আশপাশের এলাকা প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন না হলে আবহাওয়া অনুকুলে থাকলে চলতি মৌসুমে ইরি বোরো ধানের বাম্পার ফলনের আশা রয়েছে।
তবে কাঙ্খিত হারে বৃষ্টি না হওয়াই কিছু এলাকায় আবাদী জমির সেচ পাম্পে পানির উঠছে না। লেয়ার নিচে নেমে যাওয়ার কারণে চাহিদা মত কৃষকেরা পানি পাচ্ছেন না। একই সাথে উচু জমিতে ধান রোপন কারী চাষীরা বেশি হতাশ হয়ে পড়েছেন। এ কারণে চলতি মৌসুমে বোরো ইরি ধান উৎপাদনে লক্ষ্যমাত্রা অর্জনে ব্যাহত হ ওয়ার আশঙ্কা করছেন চাষিরা। পাটকেলঘাটা তৈলকুপী গ্রামের ধান চাষী শহিদুল সরদার(৫৫) জানান এ বছর কয়েক বিঘা জমিতে ইরি ধানের চাষাবাদ করেছি কিন্তু পানি লেয়ার অত্যন্ত নিচে নেমে যাওয়ায় মেশিনে ঠিকমতন পানি উঠছে না। বিধায় এ বছর ধানের অবস্থা কি হবে বলা যাচ্ছে না। একই গ্রামের ক্ষুদ্র ধান চাষী আলাউদ্দিন সরদার (৪০) জানান, এনজিওর কিস্তির ঋণের টাকা নিয়ে ৩ বিঘা জমিতে ধান চাষ করেছি। সার ওষুধ শ্রমিক মজুরির দাম যেভাবে বেড়েছে তাতে করে ধান যদি হয় তা বাড়ি পর্যন্ত আনতে (৫৫) থেকে ৬০ হাজার টাকা প্রায় খরচ দাড়াবে। এ বছর শেচ পাম্পের পানির যে অবস্থা কোনো কারনে যদি ধান না হয় তাহলে ঋণের কিস্তি তো দিতে পারবো না বরং পরিবার নিয়ে সংসার চালানো অসম্ভব হয়ে দাড়াবে। একই এলাকার ইরি ধান চাষী শাহাবুদ্দিন বিশ্বাস বলেন এ বছর ইরি ধানে পানি দেওয়া নিয়ে খুবই চিন্তিত হয়ে পড়েছি। ইতিমধ্য আমার শেচ মেশিন কয়েকবার নষ্ট হয়ে গেছে এবং পানি উঠা বন্ধ হয়ে গেছে। পার্শ্ববর্তী স্থানে পানি উঠানোর জন্য আরেকটি নতুন বোরিং করা হচ্ছে। এমন অভিযোগ উপজেলার বহু কৃষকের বলে জানা গেছে। তালা উপজেলার ১২টি ইউনিয়নে এ বছর ১৯ হাজার ৫ শত ৫৫ হেক্টর জমিতে ইরি ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তবে নির্ধারিত লক্ষ্যমাত্রার থেকে বেশি জমিতে আবাদ করা হয়েছে। এ জন্য সরকারী প্রণোদনা হিসেবে তিন হাজার ৬ শত সাধারণ কৃষকের মধ্যে উপসী জাতের ব্রি-৬৭, ব্রি-৭৪, ব্রি-৮১, ব্রি-৮৮, ব্রি-৮৯, ব্রি-৯২ ধানের বীজ, ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি সার ও তিন হাজার প্রান্তিক চাষীদের মাঝে ২ কেজি করে হাইব্রিড জাতের ধানের বীজ প্রদান করা হয়েছে উপজেলা কৃষি অফিসার হাজেরা বেগম বলেন। তিনি আরও বলেন শেচের বিষয়টা তদারকি করেন বিএডিসি। বিএডিসি কর্মকর্তা মোঃ ইবনে সিনার মুঠোফোনে একাধিক বার ফোন করে সংযোগ স্থাপন করা সম্ভব হয়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here