সাতক্ষীরায় সাংবাদিক আনিসুর রহিমের স্মরণসভা অনুষ্ঠিত

0
264

সাতক্ষীরা প্রতিনিধি ঃ সাতক্ষীরায় সাংবাদিক আনিসুর রহিমের স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়। স্মরণসভা আয়োজক কমিটির আহবায়ক শেখ আজহার হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত।
এ সময় সেখানে আরো বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ নজরুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ আসাদুজ্জামান বাবু, প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, সাংবাদিক নিখিল ভদ্র, পরিবেশ আন্দোলন (বাপা) সাধারন সম্পাদক শরীফ জামাল, নাগরিক সংহতির সাধারন সম্পাদক শরীফুজ্জামান শরীফ, একারত্ত টিভির বার্তা প্রধান পলাশ আহসান প্রমুখ।
স্মরণসভায় শ্যামল দত্ত বলেন, অধ্যাপক আনিসুর রহিম একজন বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, শিক্ষাবিদ ও নাগরিক সমাজের নেতা ছিলেন। সমাজ ও গণমাধ্যমে তার অবদান দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার দায়িত্ব আমাদের। সাংবাদিক ও নাগরিক অধিকার আন্দোলন নেতার আপোষহীনতা পরবর্তী প্রজন্মের কাছে অনুসরণীয় হয়ে থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন শ্যামল দত্ত।
উল্লেখ্য ঃ অধ্যাপক আনিসুর রহিম চলতি বছরের ৩ জানুয়ারি সুন্দরবন ভ্রমণের পথে মুন্সিগঞ্জে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। তিনি অধুনালুপ্ত দৈনিক সাতক্ষীরা চিত্রের সম্পাদক ছিলেন। তিনি ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও শিক্ষক। জেলা নাগরিক কমিটির আহবায়ক হিসেবে সাতক্ষীরা জেলার যে কোন সংকটে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন।##

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here