কলারোয়ায় কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ’র ৪৫ তম বার্ষিক সাধারন সভা

0
259

এম,এ সাজেদ, কলারোয়া( সাতক্ষীরা) প্রতিনিধিঃ কলারোয়ায় কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ’র ৪৫ তম বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে রবিবার সকাল ১১ টায় অনুষ্ঠিত সাধারন সভায় সভাপতিত্ব করেন কলারোয়া ইউসিসিএ লিঃ’র সভাপতি আব্দুল গফুর। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু। উপজেলা পল্লী উন্নয়ন অফিসার এস,এম,এ সোহেলের স্বাগত বক্তব্য শেষে অন্যান্যদের মধ্যে অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আবুল হোসেন মিয়া, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাক্তার সাইফুল ইসলাম,সমবায় অফিসার সৈয়েদ হোসেন, ইউসিসি,র সাবেক সভাপতি রকিবউদ্দীন, ইউসিসি’র পরিচালক শ্রেষ্ঠ সমবায়ী নুরুল ইসলাম, মাঠ সহকারী এসএম তাজিমুজ্জামান, মাঠ সহকারী অশোক কুমার রায়, সাংবাদিক ইউসিসিএ’র অবসরপ্রাপ্ত পরিদর্শক শেখ তারিকুল ইসলাম সহ সমবায়ীগণ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন ইউসিসিএ লিঃ ‘র প্রধান পরিদর্শক মফিজুল ইসলাম। অনুষ্ঠানে কৃষক সমবায় সমিতি লিঃ’র উন্নয়নে অবদান রাখার জন্য ১৫ জনকে পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানে বার্ষিক সাধারন সভার কার্যবিবরনী পাঠ ও অনুমোদন সহ বিভিন্ন বিষয়ে আলোচনা সাপেক্ষে গৃহীত সিদ্ধান্ত অনুমোদন করা হয়েছে বলে জানা যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here