১২০ টাকায় কুষ্টিয়ায় পুলিশের চাকুরী পেলো ৭৪ জন

0
188

নিজস্ব প্রতিবেদক কুষ্টিয়াঃ কুষ্টিয়াতে বাংলাদেশ পুলিশে ট্রেইনিং রিক্রুট কনস্টেবল ( টি আরসি) পদে নিয়োগ পেলো ১২০ টাকা খরচ করে ৭৪ জন কুষ্টিয়া পুলিশ সুপারের কঠোর হস্তক্ষেপে এই নিয়োগ প্রক্রিয়া সম্ভব হয়েছে বলে জানাযায়। আজ কুষ্টিয়া পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে সাংবাদিকদের সাথে ব্রিপকরে পুলিশ সুপার খাইরুল আলম বলেন, রাষ্টীয় কাজে আজকে যাদের কনস্টেবল পদে নিয়োগ দেওয়া হলো এরা প্রতেককেই আগামী ইসমার্ট বাংলাদেশ বি নির্মানে কাজ করবে বলে আমি মনে করি। নিয়োগ প্রক্রিয়া কোন অর্থের বিনিময়ে কাউকে চাকুরী দেওয়া হলো কিনা যানতে চাইলে পুলিশ সুপার বলেন, আজ আমার হস্তক্ষেপে যারা চাকুরী পেলো এদের পরিবার বা কেউ বোলতে পারবেনা এদের কাছ থেকে কোন রকমের অর্থ নেওয়া হয়েছে,শুধু মাত্র তাদের খরচ হয়েছে ১২০ টাকা। এছারা তাদের কোন টাকা পয়সা লাগেনি। সদ্য কনস্টেবল পদে নিয়োগ পাওয়া মোঃ সাজ্জাদ হোসেন সময়ের আলোকে বলেন, আমার চাকরির জন্য শুধু মাত্র ১২০ টাকা খরচ হয়েছে এ ছারা আমার আর কোন টাকা পয়সা খরচ হয়নি, আমার যোগ্যতার কারনে কুষ্টিয়া পুলিশ সুপার স্যার আমাকে চাকুরী দিয়েছেন। মোঃ আমিরুল ইসলাম কুষ্টিয়া সদর উপজেলার নৃসিংহপুর গ্রামের তিনি বলেন আমার কনিষ্ঠ ছেলে বাহারুল ইসলাম বিদুৎ এর চাকুরী এত সহজে মাত্র ১২০ টাকায় হবে আমার জানাছিলোনা, কুষ্টিয়ার পুলিশ সুপার মহোদয় অতান্ত ভালো মনের মানুষ আমি তার মঙ্গল কামনা করছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here