ভারতে পাচারকালে সাতক্ষীরার কলারোয়া সীমান্ত থেকে ৮০ লাখ ৬৪ হাজার টাকা মূল্যের ৮ পিস স্বর্ণের বার জব্দ

0
214

সাতক্ষীরা প্রতিনিধি : ভারতে পাচারকালে সাতক্ষীরার কলারোয়া উপজেলার সোনাবাড়িয়া সীমান্ত থেকে এক কেজি আট গ্রাম ওজনের ৮ পিস স্বর্ণের বার জব্দ করেছে বিজিবি। বুধবার (১ মার্চ) সন্ধ্যায় সাতক্ষীরা ৩৩ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আশরাফুল হক এক প্রেস বার্তায় এ তথ্য জানান। এর আগে মাদরা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১৩/৩-এস এর ৯ আরবি হতে আনুমানিক ১.৫ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া উপজেলার দক্ষিণ সোনাবাড়িয়া এলাকা থেকে দুপুরে বিজিবির সদস্যরা উক্ত স্বর্ণের বার গুলো জব্দ করে।
বিজিবি জানায়, দক্ষিণ সোনাবাড়িয়া সীমান্ত দিয়ে ভারতে স্বর্ণের একটি বড় চালান পাচার করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি মাদরা বিওপির সদস্যরা সেখানে অভিযান চালায়। এসময় চোরাকারবারীরা বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পরবর্তীতে টহল দলটি উক্ত স্থানে তল্লাশী করে ৮ পিস স্বর্ণের বার জব্দ করতে সক্ষম হয়। উদ্ধারকৃত স্বর্ণের ওজন ১ কেজি ৮ গ্রাম। যার মূল্য ৮০ লাখ চৌষট্টি হাজার টাকা।
সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্ণেল আশরাফুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, এ ব্যাপারে কলারোয়া থানায় মামলাসহ স্বর্ণের বারগুলো সাতক্ষীরা ট্রেজারী অফিসে জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here