যশোরসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চল জুড়ে নানা আয়োজনে ঐতিহাসিক ৭ই মার্চ দিবস উদযাপিত

0
227

-নিজস্ব প্রতিবেদক : যশোরসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চল জুড়ে নানা আয়োজনে উদযাপিত হয়েছে ‘ঐতিহাসিক ৭ই মার্চ দিবস’। ৭ মার্চ মঙ্গলবার যথাযোগ্য মর্যাদায়, শ্রদ্ধা ও ভালোবাসায় সরকারি-বেসরকারি সেবা প্রতিষ্ঠানসহ আওয়ামী লীগ ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন এ উপলে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করে। উৎসবমুখর পরিবেশে বিভিন্ন এলাকায় ধ্বনিত হয় সেই ঐতিহ্যবাহী ভাষণ-‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম; জয় বাংলা’।
যশোরে নানা কর্মসূচির মধ্যে দিয়ে দিবসটি পালিত হয়েছে। শহরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন যশোরের সর্বস্তরের মানুষ।
মঙ্গলবার সকাল থেকে যশোর শহরের বকুলতলাস্থ বঙ্গবন্ধু স্মৃতি ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে জেলা প্রশাসনসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সরকারি-বেসরকারি সেবাপ্রতিষ্ঠান ও শিাপ্রতিষ্ঠান।
পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসনের পে জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান, জেলা পুলিশের পে পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন, জেলা পরিষদ, যশোর পৌরসভার মেয়র মুক্তিযোদ্ধা হায়দার গণী খান পলাশ, সদর উপজেলা চেয়ারম্যান ফরিদ আহমেদ চৌধুরী, যশোর শিা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. আহসান হাবীব, সিভিল সার্জন অফিসের পে ডেপুটি সিভিল সার্জন ডা. নাজমুস সাদিক রাসেল, যশোর সরকারি এমএম কলেজ অধ্য প্রফেসর মর্জিনা আক্তার, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহিত কুমার নাথ, জেলা যুবলীগ, জেলা ছাত্রলীগের সাভাপতি সালাউদ্দীন কবির পিয়াস ও সাধারণ সম্পাদক কাজী নওশাদ পল্লবের নেতৃত্বে ছাত্রলীগ, ছাত্রলীগ এম এম কলেজ শাখা, ছাত্রলীগ সিটি কলেজ শাখা, জেলা আওয়ামী মৎস্যজীবীলীগ, জেলা শিা অফিস, জেলা প্রাথমিক শিা অফিস, শিা ও প্রকৌশলী অধিদপ্তর, সড়ক ও জনপথ, উপ-মহাব্যবস্থাপক টেলিকম, তুলা উন্নয়ন বোর্ড, জেলা মাদক নিয়ন্ত্রক অধিদপ্তর, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর, এল.জি.ই.ডি, জেলা ডাক বিভাগ, আনসার বাহিনী, যশোর সরকারি মহিলা কলেজের পে অধ্য প্রফেসর অমল কুমার বিশ্বাস, শিল্পকলা একাডেমি, জয়তী সোসাইটি, জিলা স্কুল, যশোর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, যশোর কালেক্টারেট স্কুল, ডা. আব্দুর রাজ্জক মিউনিসিপ্যাল কলেজ, যশোর শিা বোর্ড সরকারি মডেল স্কুল এন্ড কলেজ, যশোর সরকারি কলেজ, হামিদপুর আল হেরা কলেজ, যশোর পলিটেকনিক ইন্সটিটিউটসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক, সাংস্কৃতিক সংগঠন।
এদিকে, ঐতিহাসিক ৭ মার্চ ভাষণ দিবস উপলক্ষে জেলা প্রশাসনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
যশোর শিল্পকলা একাডেমীতে জেলা প্রশাসনের আলোচনা সভায় জেলা প্রশাসক তমিজুল ইসলাম খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন, মুক্তিযুদ্ধকালীন বৃহত্তর যশোরের মুজিব বাহিনীর প্রধান আলী হোসেন মনি, উপ-প্রধান বীর মুক্তিযোদ্ধা রবিউল আলম, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা হায়দার গণি খান পলাশ, বীর মুক্তিযোদ্ধা মোজাহারুল ইসলাম মন্টু ও বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেন দোদুল, অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসেন প্রমুখ। স্বাগত বক্তব্য দেন স্থানীয় সরকার বিভাগ যশোরের উপ-পরিচালক হোসাইন শওকত।
যশোর এম এম কলেজে আলোচনায় প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ প্রফেসর মর্জিনা আক্তার। বিশেষ অতিথি ছিলেন শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর এস এম শফিকুল ইসলাম। অনুষ্ঠানের আহবায়ক মদন কুমার সাহার সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রফেসর জিল্লুল বারী, ড. আমানউল্লাহ প্রমুখ।
যশোর সরকারি মহিলা কলেজে প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ প্রফেসর অমল কুমার বিশ^াস। আহবায়ক নাসিরুল ইসলাম বিশ^াসের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর ড. মিয়া আব্দুর রশিদ ও শিক্ষক পরিষদের সম্পাদক মাহবুবুল হক খান।
যশোর জিলা স্কুলে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার কেএম গোলাম আযম। বিশেষ অতিথি ছিলেন সহকারী জেলা শিক্ষা অফিসার জুলফিকার আব্দুল্লাহ ও সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এম. রবিউল ইসলাম।
প্রধান শিক্ষক শোয়াইব হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক শেখ শফিয়ার রহমান, সহকারী প্রধান শিক্ষক মহিউদ্দিন, সিনিয়র শিক্ষক নজরুল ইসলাম খান ও জামাল হোসেন।
এদিকে, ক্যাম্পাসে স্থাপিত জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, র‌্যালি, বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ প্রতিযোগিতা, দোয়া ও আলোচনার মাধ্যমে বিসিএমসি প্রকৌশল ও প্রযুক্তি মহাবিদ্যালয় এবং বাংলাদেশ টেকনিক্যাল কলেজের যৌথ উদ্যোগে বিসিএমসি প্রকৌশল ও প্রযুক্তি মহাবিদ্যালয় ক্যাম্পাসে উদযাপিত হয়েছে ঐতিহাসিক ৭ই মার্চ। এসব কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন বিসিএমসি ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী মো. আশরাফুল কবির।
বিসিএমসি অধ্য প্রকৌশলী এস এম রেজাউল কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিটিসি অধ্য মো. আসাদুজ্জামান। বক্তব্য রাখেন মেরিন অ্যান্ড মেকানিক্যাল বিভাগের প্রধান মো. আসাদুজ্জামান, ন্যাচারাল সাইন্স বিভাগের প্রধান ইমরান শেখ, বিটিসির টেক্সাটইল বিভাগের জুনিয়র লেকচারার রাজ কুমার দত্ত। শিার্থীদের মধ্যে বক্তব্য রাখেন টেক্সটাইল ৭ম পর্বের সজিব হোসেন, লামিয়া তাবাচ্ছুম, টেক্সটাইল ১ম পর্বের ওবাইদুর অনিক, তনিমা খাতুন।
বিসিএমসি হল রুমে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ প্রতিযোগিতা, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন বিসিএমসি কেন্দ্রীয় জামে মসজিদের খতিব ও পেশ ইমাম আলহাজ মুফতি মাওলানা মো. মাহবুবুর রহমান। অনুষ্ঠান উপস্থাপনা করেন সহকারী অধ্যাপক মো. আসাদুজ্জামান ও জাহিদুল ইসলাম যাদু। ভাষণ প্রতিযোগিতায় ১ম টেক্সটাইল ১ম পর্বের মেহজাবিন আহমেদ, ২য় পর্বের ওবাইদুর অনিক ও ৩য় স্থান অধিকারী ৭ম পর্বের লামিয়া তাবাচ্ছুমকে পুরস্কৃত করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here