ভোমরা বন্দরে পেয়াজ মজুদ, টাস্কফোর্সের অভিযান

0
173

ভোমরা প্রতিনিধি: সাতক্ষীরার ভোমরা বন্দরে পেয়াজ মজুদ করায় অভিযান করেছে টাস্কফোর্স। রোববার (১৯ মার্চ) বেলা ১১টা থেকে এ অভিযান শুরু করে তারা।
অভিযানকালে ভোমরা বন্দরের আমদানিকারকদের গোডাউন পরিদর্শন ও তিন প্রতিষ্ঠাণকে জরিমানা করা হয়। অনেক আমদানিকারক গোডাউনে তালা লাগিয়ে পালিয়ে যায়।
আমদানিকারকদের কেউ বলছেন, তারা পেয়াজ মজুদ করেননি। বাজারে ছাড়বেন। তবে গোডাউন ভর্তি ভারতীয় ও দেশী জাতের পেয়াজ মজুদ রাখার প্রমাণ পায় জেলার টাস্কফোর্স টিম। অভিযানে নুর এন্টারপ্রাইজকে ২৫ হাজার, এসআর ইন্টারন্যাশনালকে ১৫ হাজার ও শুভ ট্রেডার্সকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানের নেতৃত্বদানকারী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট আব্দুল্লাহ্ আল আমিন বলেন, গোডাউনে পেয়াজ মজুদ রেখে রমজানকে সামনে রেখে কৃত্রিম সংকট সৃষ্টির একটি চেষ্টা চলছে। যার ফলে খোলা বাজারে মূল্য বৃদ্ধি পাচ্ছে। সেই খবরে বন্দরে অভিযান করা হয়। অভিযানে ঘটনার সত্যতা পাওয়া গেছে। প্রাথমিকভাবে সতর্কতা হিসেবে ব্যবসায়ীদের রমজানের আগেই মজুদকৃত পেয়াজ বাজারে ছেড়ে দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। তিনটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানে ভোক্তা অধিদপ্তরের সহকারি পরিচালক নাজমুল হাসান, র‍্যাবের ক্যাম্প কমান্ডার মেজর গালিব, বিজিবি ভোমরা ক্যাম্প কমাণ্ডার শামীম হোসেনসহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here