পুলিশের মাধ্যমে ১৬৮টি হারানো মোবাইল ফোন ও বিকাশের মাধ্যমে খোয়া যাওয়া ২ লাখ ৩১ হাজার টাকা ফিরে পেলো স্ব-স্ব মালিকরা

0
237

সাতীরা প্রতিনিধি ঃ সাতীরায় বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া ও চুরি হয়ে যাওয়া ১৬৮ মোবাইল ফোন ও বিকাশে মাধ্যমে খোয়া যাওয়া নগদ ২ লাখ ৩১ হাজার টাকা সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল’র মাধ্যমে উদ্ধার করে মূল মালিকদের কাছে হস্তান্তর করেছে পুলিশ। বৃহস্পতিবার বেলা ১২ টায় সাতীরা পুলিশ লাইন্স মাঠে পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান উক্ত মোবাইল ফোন ও টাকা মূল মালিকদের কাছে হস্তান্তর করেন।
এ সময় পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান বলেন, পুলিশ সব সময়ে মানুষের জানমাল রার্থে দিনরাত পরিশ্রম করে যাচ্ছে। জেলার ৮টি থানা থেকে ১৯৫টি আবেদন পাওয়ার পর সাতীরা সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন’র মাধ্যমে ১৬৮টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক মূল্য ২৫ ল ২০ হাজার টাকা। এ ছাড়া বিকাশের মাধ্যমে খোয়াযাওয়া নগদ ২ল ৩১ হাজার টাকা উদ্ধার করে তা মূল মালিকদের কাছে ফিরিয়ে দেয়া হয়েছে।
এ সময় সেখানে আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. সজিব খান, সাতীরা সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন’র অতিরিক্ত পুলিশ সুপার আতিকুল ইসলাম, জেলা বিশেষ শাখার পরিদর্শক মো. ইয়াসিন আলম চৌধুরী, সাইবার ক্রাইম ইনভেস্টিগেশনের পরিদর্শক ওহিদুল ইসলাম প্রমুখ।###

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here