ঝিনাইদহ শৈলকুপা ও হরিণাকুন্ডুতে র‌্যাব ও পুলিশের অভিযান ৫ মাদক কারবারি গ্রেফতার

0
177

কামরুজ্জামান লিটন ঝিনাইদহ : ঝিনাইদহ শহরের পায়রা চত্বর এলাকা থেকে পুলিশ পাঁচশ পিস ইয়াবাসহ তিন মাদক পাচজারকারীকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল পয়রা চত্তরে একটি ফলের দোকানের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, সদর উপজেলার চাপড়ি গ্রামের দয়াল চন্দ্রের ছেলে দিপ্ত কুমার বিশ্বাস (৩৫), একই গ্রামের মুন্সি রফিকুলের ছেলে সেনাবাহিনী থেকে চাকরীচ্যুত মোঃ তৌহিদুল ইসলাম (৩৬) ও নৃশিংহপুর গ্রামের সাইফুল ইসলামের ছেলে মোঃ হযরত আলী (২০)। ঝিনাইদহ সদর থানার ওসি শেখ মোঃ সোহেল রানা জানান, মাদকের চালান যাওয়ার তথ্য পেয়ে পুলিশ সুপার মোঃ আশিকুর রহমানের নির্দেশে পুলিশের একটি টহলদল শহরের পায়রা চত্বরে অবস্থান গ্রহন করেন। এ সময় এক মাদক ব্যবসায়ী দিপ্ত ঘটনাস্থলে পৌছালে পুলিশ তাকে আটক করে। তার স্বীকারোক্তি মোতাবেক তৌহিদ ও হযরত আলীকে গ্রেফতার করে। এদিকে ঝিনাইদহ র‌্যাব হরিণাকুন্ডু উপজেলার চাঁদপুর এলাকায় তল্লাসী চৌকি বসিয়ে তিন কেজি গাঁজাসহ কুষ্টিয়ার পিয়ারপুর গ্রামের মহিউদ্দীনের ছেলে শাহিনুর রহমান ঠান্ডুকে আটক করে। একই দিন শৈলকুপা বাজারের চৌরাস্তার মোড় থেকে ১৯৫ পিস ইয়াবাসহ শৈলকুপার বিজুলিয়া গ্রামের বিল্লাল জোয়ারদারের ছেলে হৃদয় জোয়ারদারকে গ্রেফতার করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here