নিজস্ব প্রতিনিধিঃ সাতক্ষীরার শ্যামনগরে গরীব, অসহায় ও দুঃস্থ মহিলাদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ৯টি সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
১২ এপ্রিল (বুধবার) বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে শ্যামনগর উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা পরিষদের বার্ষিক উন্নয়ন কর্মসূচীর (এডিবি) অর্থায়নে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা চেয়ারম্যান এস, এম, আতাউল হক দোলন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ৯টি সেলাই মেশিন দুঃস্থ মহিলাদের, ১ জন অসহায় কৃষককে ১টি মটর ভ্যান ও মুক্তিযোদ্ধা প্রতিবন্ধী স্কুলে ১টি মটর ভ্যান বিতরন করেন। এ সময় অন্যান্যদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক সাঈদ-উজ-জামান সাঈদ, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি, জাইকা প্রতিনিধি আসমাউল হোসনা প্রমূখ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চলনা করেন-উপজেলা প্রকৌশলী মোঃ জাকির হোসেন।















