শালিখায় ৫৪ বস্তুা ভিজিএফ এর চাউলসহ আটক-৩

0
220

সাইফুল ইসলাম : শালিখা (মাগুরা) প্রতিনিধি: মাগুরার শালিখায় গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে তালখড়ী ইউনিয়নের টিওরখালী গ্রামের হাসান মন্ডলের বাড়ীতে অভিযান চালিয়ে করিমন সহ ৮৯ মন সরকারি চাল উদ্ধার করা হয়। এসময় বাড়ীর মালিক করিমন চালক হাসান কাজী (৩৮), দিঘল গ্রামের করিমন চালক খয়ের মন্ডল(৩৮) ও মঘি গ্রামের কালাম মল্লিক (৪২) কে আটক করেছে পুলিশ। আটককৃত চাল উদ্ধারের সময় শালিখা থানার অফিসার ইনচার্জ মোঃ মোশাররফ হোসেন, ওসি তদন্ত মিলন কুমার ঘোষ ও পিআইও মোঃ রাজিবুল ইসলাম উপস্থিত ছিলেন। শালিখা থানার অফিসার ইনচার্জ মোঃ মোশাররফ হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার টিওরখালী গ্রামের হাসান মন্ডলের বাড়ীতে অভিযান চালিয়ে এ চালসহ তাদেরকে আটক করা হয়। তবে আটককৃতদের স্বীকারোক্তি অনুযায়ী জানাযায় ভিজিএফ এর এ চাউলের মালিক দীঘল গ্রামের মৃত হোসেন শিকদারের পুত্র রাজু শিকদার। এ বিষয়ে শালিখা থানায় একটি মামলা দায়ের হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here