মোংলায় সময় টিভি’র ১ যুগ পুর্তি উদযাপন

0
219

মাসুদ রানা, মোংলাঃ মোংলায় সময় টিভি’র ১২ তম প্রতিষ্ঠাবার্ষিকী (১ যুগ) পালন করা হয়েছে। সোমবার রাত ৯ টায় মোংলা পৌর শহরের আমিন প্লাজায় সময় টেলিভিশনের মোংলা নিজস্ব অফিস কার্যালয় কেক কেটে দিবসটি পালন হয়। সময় টেলিভিশনের স্টার্ফ রিপোটার মাহমুদ হাসান’র সভাপতিত্বে ও মোংলা সময় টিভির চিত্র সাংবাদিক মাসুদ রানা’র সঞ্চলনায় অনুষ্ঠানে আলোচনা সভা শেষে কেক কাটা হয়। কেক কাটা অনুষ্ঠানে আলোচনা সভায় বক্তব্য রাখেন সুরেশ্বর হোটেলের এন্ড রেষ্টুডেন্ট’র মালিক মোঃ দেলোয়ার হোসেন, মোংলা সাহিত্য পরিষদ’র আহবায়ক ও তারুণ্য মোংলার সভাপতি সাংবাদিক মনির হোসেন, ট্যুর ব্যাবসায়ী ইউসুফ সুমন, ব্যাবসায়ী রাসেল মৃধা,মারুফ হোসেন, আলতাফ মাল সহ বিভন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সংবাদকর্মীরা ছাড়াও মোংলা সরকারী কলেজের ছাত্ররা এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ।
এ সময় বক্তারা বলেন, বর্তমান ধারা অব্যহত রেখে সময় টিভি আগামীতে সংবাদ পরিবেশনের পাশাপাশি সংবাদ মাধ্যমটির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন উপস্তিত সকলে । ###

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here