কলারোয়ায় এক কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী আমিরকে আটক

0
170

এম,এ সাজেদ, কলারোয়া( সাতক্ষীরা) প্রতিনিধি: কলারোয়ায় পুলিশি অভিযানে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। থানা সূত্রে জানা যায়, থানার অফিসার ইনচার্জ( ওসি) মোহা: মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে মঙ্গলবার(১৮ এপ্রিল) উপজেলার বিভিন্ন এলাকায় পৃথকভাবে পুলিশি অভিযান পরিচালনা করা হয়। অভিযানে চন্দনপুর ইউনিয়নের কাদপুর গ্রামের আমিরুল ইসলাম আমির(৩৬)কে ১ কেজি গাঁজা সহ আটক করা হয়। সে মৃত ইনছান আলীর ছেলে। এ ব্যাপারে কলারোয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আটকের বিষয়টি নিশ্চিত করে জানান আটককৃতকে সাতক্ষীরা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। তিনি আরো জানান, উপজেলা ব্যাপি মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here