এক বছরের সাজাপ্রাপ্ত আসামি ১৩ মাস পর গ্রেফতার

0
151

এইচ এম জুয়েল রানা স্টাফ রিপোর্টারঃ ১ বছরের সাজার ভয়ে পরিবার পরিজন ছেড়ে দীর্ঘ ১৩ মাস ১৯ দিন পালিয়ে থেকেও শেষ রক্ষা হলো না। অবশেষে ধরা পড়লেন সাজাপ্রাপ্ত আসামি ইসরাইল মোল্যা (৪০)। শুক্রবার রাতে যশোরের মণিরামপুর উপজেলার ব্রাহ্মণ ডাঙ্গা গ্রামে অভিযান চালিয়ে একটি নির্মাণাধীন বিল্ডিং থেকে তাকে গ্রেপ্তার করেন মণিরামপুর থানা পুলিশ। শনিবার সকালে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার ইসরাইল মোল্যা মণিরামপুর উপজেলার ব্রাহ্মণ ডাঙ্গা গ্রামের আশরাফ আলী গাজীর ছেলে। তিনি এন আই এ্যাক্ট (চেক ডিজঅনার) মামলায় ১৪ লাখ ২০ হাজার টাকা জরিমাসহ এক বছরের সাজাপ্রাপ্ত আসামি ছিলেন।
পুলিশ জানায়, গ্রেপ্তার ইসরাইল মোল্যা তার অপরাধ স্বীকার করেছেন। তার বিরুদ্ধে যশোর আদালতে ২০২২ সালে একটি এনআই এ্যাক্ট মামলা করা হয়। মামলার পর থেকে তিনি দেশের বিভিন্ন এলাকায় জায়গা পরিবর্তন করে পলাতক জীবন যাপন করে আসছিলেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত তার বিরুদ্ধে ১৪ লাখ ২০ হাজার টাকা জরিমাসহ এক বছরের সশ্রম কারাদণ্ডের রায় দেন। তারপর থেকে সেই জরিমানা ও সাজার ভয়ে ১৩ মাস ১৯দিন পালিয়ে ছিলেন।
মণিরামপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) শেখ মনিরুজ্জামান জানান , ইসরাইল মোল্যা শুক্রবার রাতে গোপনে বাড়িতে আসেন। তথ্যপ্রযুক্তি ব্যবহার করে শুক্রবার রাতে ব্রাহ্মণ ডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার কার হয়। অভিযানে সহযোগীতা করেন থানার (এস আই) মলয় বসু, (এ এস আই) শ্যামল সরকার। এরপর শনিবার সকালে তাকে জেলহাজতে পাঠানো হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here