মুরাদ হোসেন, মহম্মদপুর (মাগুরা) থেকে : বিশিষ্ট শিক্ষাবিদ কর্ণেল (অব.) অধ্যাপক কাজী শরীফ উদ্দিন মাগুরা-২ আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী।
গত শুক্রবার (২৮ এপ্রিল) রাতে মহম্মদপুর উপজেলা সদরের শহীদ আহম্মদ-মহম্মদ সড়কের সাবেক ফুডজোনে¯’ানীয় সাংবাদিকে দর সাথে মতবিনিময়কালে তিনি নৌকা প্রতিকের মনোনয়নের প্রত্যাশার কথা জানান।
কাজী শরীফ উদ্দিন মহম্মদপুর উপজেলার ওমেদপুর গ্রামের কাজী হাবিবুর রহমানের ছেলে।
এ উপলক্ষে তিনি নির্বাচনী এলাকায় গণসংযোগও শুরু করেছেন।
এ দিন রাতে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি দলীয় মনোনয়ন প্রত্যাশার পাশাপাঁশি তাঁর বিভিন্ন লক্ষ্য, উদ্দশ্য ও পরিকল্পনা স্যচে করন।
এ সময় বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এস. কে নুরুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. কামরুল হাসান, প্রচার সম্পাদক শেখ মো. ঈদুল, দীঘা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা জাফর সাদিকও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইকবাল হোসেন।
বিশিষ্ট শিক্ষাবিদ সদালাপি, গুণি এবং বাংলাদেশের নিরাপত্ত্বা বিশ্লেষক কর্ণেল (অব.) অধ্যাপক কাজী শরীফ উদ্দিন মাগুরা-২ আসনে আওয়ামী দলীয় মনোনয়ন প্রত্যাশা করেন।
এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কর্ণেল (অব.) অধ্যাপক কাজী শরীফ উদ্দিন বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীসহ নীতি নির্ধারণী মহল যকি দঅ লীয় নৌকা প্রতিকের মনোনয়ন দেন তাহলে আমি সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে এই আসনটির উন্নয়নেব্যাপক ভুমিকা রাখবো।
তিনি আরো জানান, মনোনয়ন পেলে নির্বাচনে টষরুধ গ্রহণ করবো। তা নাহলে দল যাকে মনোনয়ন দেবে তাঁর হয়ে কাজ করবো। তবে আমি আশাবাদীমনোনয়নের ক্ষেত্রে।















