ট‍্যুরিস্ট পুলিশ জোন অফিসের কার্যালয়ে ফায়ার সার্ভিসের অগ্নি নির্বাপনী মহড়া।

0
172

মনিরুজ্জামান জুলেট, শ্যামনগর সাতক্ষীরা প্রতিনিধিঃট‍্যুরিস্ট পুলিশ সাতক্ষীরা জোন কার্যালয়ে কালিগঞ্জ ফায়ার সার্ভিসের সহযোগিতায় অগ্নি নির্বাপনী মহড়া অনুষ্ঠিত হয়েছে।
সাতক্ষীরা ট‍্যুরিস্ট পুলিশের আয়োজনে (১মে ২০২৩) সোমবার বুড়িগোয়ালিনী ট‍্যুরিস্ট পুলিশ কার্যালয়ে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা মোঃ আলি আকবর ও সঙ্গীয় রবিউল ইসলাম এর উপস্থিতিতে বিভিন্ন কৌশলে আগুন নিভানোর প্রশিক্ষণ দিয়েছেন।
এসময় উপস্থিত ছিলেন ট‍্যুরিস্ট পুলিশের ইনচার্জ শেখ হিলাল উদ্দিন ও ট‍্যুরিস্ট পুলিশের সকল অফিসার ফোর্স, উপস্থিত ছিলেন উপকূলীয় প্রেসক্লাবের সভাপতি /সাধারণ সমপ্দাক সহ সকল সহকর্মী।
উক্ত অগ্নি নির্বাপনী মহড়ায় স্থানীয়দের মধ্যে ব‍্যাপক ভাবে সাড়া পড়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here