দেবহাটার কুলিয়ার খালে পানি না দিতে পেরে প্রধান সড়কের স্লোভের সাইটে পানি, জনসাধারণের চলাচলের অনুপযোগীর বিভিন্ন অভিযোগ 

0
164
দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি: খালে ও একটানা কোন বৃষ্টি নেই, অথচ দেবহাটার কুলিয়া ব্রীজের থেকে আশু মার্কেট গামী সড়কের পাশে স্লোভের ধারে পানি,পথচারীদের চলাচলে ভোগান্তি। এটি হচ্ছে, সাতক্ষীরার দেবহাটা উপজেলার কুলিয়া ব্রীজ থেকে আশু মার্কেট গামী, সাতক্ষীরা থেকে কালীগন্জ গামী প্রধান সড়কের স্লোভের সাইটে পানি জমাট বেঁধে জনসাধারণের চলাচলের অনপযোগী হয়ে পড়েছে। সরজমিন পরিদর্শন কালে যেয়ে দেখা যায়, বাগদাও গলদা রেনু চিংড়ি হ্যাচারী খুলে ব্যবসা ও তাদের হ্যাচারীর অতিরিক্ত পানি খালে না দিতে পেরে কৌশলগত ভাবে প্রধান সড়কের স্লোভের সাইটে পানি অবসরনের ফলে জনসাধারণের চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এছাড়াও প্রায় সাইট নিতে হিমসিম খেতে হয়।সরকার পক্ষের কাছে আশু হস্তক্ষেপ কামনা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here