যশোর সীমান্ত হতে ৩৬ কেজি গাঁজা আটক প্রসংগে

0
147

অদ্য ১৮ মে ২০২৩ তারিখ যশোর জেলার বেনাপোল পোর্ট থানাধীন ৭ নং ঘিবা গ্রামস্থ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৩৮ কেজি ওজনের বিপুল পরিমান ভারতীয় গাঁজা আটক করেছে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর একটি চৌকষ টহলদল।  অদ্য ১৮ মে ২০২৩ তারিখ গোপন সংবাদের ভিত্তিতে টহলদল বেনাপোল পোর্ট থানাধীন ৭নং ঘিবা সীমান্ত এলাকায় তল্লাশি অভিযান পরিচালনা করে এবং আনুমানিক ১৪৩০ ঘটিকায় ৭নং ঘিবা গ্রামস্থ পুকুর পাড়ে ময়লার গর্তে লুকায়িত অবস্থায় ০৫ টি বস্তা উদ্ধার করে। উক্ত বস্তা মধ্য হতে ৩৬ কেজি ভারতীয় গাঁজা আটক করা হয়। ধারনা করা হয়, চোরাকারবারীরা মাদক পাচারে ব্যর্থ হয়ে উক্ত মাদকদ্রব্য ময়লার গর্তে লুকিয়ে রেখেছে। এই বিষয়ে যশোর ব্যাটালিয়ানের অধিনায়ক বলেন, মাদক পাচার রোধে বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতাসহ নানাবিধ অভিযান জোরদার করা হয়েছে। এছাড়াও, বর্তমান পরিস্থিতি বিবেচনায় চোরাকারবারীদের যেকোন তৎপরতা ও কর্মকান্ড রহিত করনের লক্ষে বিশেষ গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি ও অপারেশনাল কার্যক্রম পরিচালনা প্রতিনিয়ত করা হচ্ছে।আটককৃত মাদকদ্রব্য ধ্বংস করার নিমিত্তে অতি দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here