মাহমুদ হাসান রনি, দামুড়হুদা(চুয়াডাঙ্গা) প্রতিনিধিঃ দামুড়হুদার ৪ সন্তান জন্ম নেওয়া দম্পতি বাড়িতে ভাল আছে বলে জানিয়েছেন।তবে প্রচন্ড তাপদহে ও বিদ্যুৎ ঠিকমতো না থাকায় কিছুটা কষ্টে আছে।
দামুড়হুদা উপজেলার জুড়ানপুর ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের মাহবুল-কল্পনা দম্পতি তাদের বাড়িতে যমজ চার কন্যা শিশু দোয়েল, কোয়েল, ময়না টিয়াকে নিয়ে ভালই আছে বলে জানা গেছে। তবে প্রচন্ড তাপদাহে ও পর্যাপ্ত বিদ্যুৎ না থাকায় কষ্টে আছে বলে জানিয়েছেন।কল্পনা খাতুন বলেন, আল্লাহর রহমতে আর অনেকের আর্থিক সহযোগিতায় ভালই আছি।তবে প্রচন্ড তাপদাহে আর ঠিকমত বিদ্যুৎ না থাকায় সাংসারিক কাজের পাশাপাশি বাচ্চাদের নিয়ে একটু হিমসিম খেতে হচ্ছে।তবে চুয়াডাংগা জেলা প্রশাসক ও দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার কে বিশেষ ভাবে ধন্যবাদ জানিয়েছেন।তিনি সকলকে তাদের চার কন্যা দোয়েল, কোয়েল, ময়না, টিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করতে বলেন।
উল্লেখ্য গত ১০ মে সন্ধ্যায় চুয়াডাঙ্গার একটি বেসরকারী হাসপাতালে কল্পনার চার সন্তানের জন্ম হয়।















