দামুড়হুদার ধান্যঘরা বাবর আলী হত্যার রহস্য২৪ ঘন্টার মধ্যে উদঘাটন, পুলিশের সংবাদ সম্মেলনে জাকিয়া সুলতানা

0
172
মাহমুদ হাসান রনি,দামুড়হুদা(চুয়াডাঙ্গা) প্রতিনিধিঃ দর্শনা থানা পুলিশ কর্তৃক চাঞ্চল্যকর বাবর আলী হত্যা মামলার মূলরহস্য ২৪ ঘন্টার মধ্যে  উদঘাটিত এবং হত্যা কাজে হাসুয়াসহ স্ত্রী গ্রেফতার হয়েছে।পুলিশের সাংবাদিক সম্মেলনে ঘটনার বিবরন। দর্শনাথানাধীন ধান্যঘরা গ্রামের বাবর আলী(৪০) কে ৯জুর রাতে ঘুমন্ত অবস্থায়  গলা কেটে হত্যা করে তার স্ত্রী মহিমা।পরে চিৎকার করে কে বা কারা তার স্বামীকে হত্যা করে পালিয়ে যায়।পরদিন দর্শনা থানায় মামলা করেন নিহতের ভাই সাবের  আলী। পুলিশ নড়েচড়ে বসে।উদঘাটন করতে থাকে হত্যার মূল রহস্য।তার স্ত্রীর কথাবার্তা অসংগতি দেখতে পেয়ে তাকে  দর্শনা পুলিশ আটক আটক করে। ব্যাপক  জিজ্ঞাসাবাদের পর মহিমা স্বীকার করে।।সে পুলিশকে জানায় পারিবারিক কলহের জের ধরে বাবর আলীকে হাসুয়া দিয়ে কোপ দিই তাতেই তার মুত্যু হয়েছে।রবিবার বেলা সাড়ে ১১টায় দর্শনা থানায়  অতিরিক্ত পুলিশ সুপার জাকিয়া সুলতানা  (দর্শনা-দামুড়হুদা-জীবন
নগর)দর্শনা থানায় প্রেসরিলিজের মাধ্যমে সাংবাদিকদের কাছে তুলে ধরেন।এসময় আরও উপস্থিত ছিলেন ওসি(তদন্ত) আমানুল্লাহ আমান, ওসি  (অপরেশন)নিরব হোসেন,সেকেন্ড  অফিসার আহম্মেদ আলী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here