দামুড়হুদায় যমজ চার সন্তানের ঈদে গাভী ও পোশাক উপহার 

0
166
মাহমুদ হাসান রনি,দামুড়হুদা(চুয়াডাঙ্গা) প্রতিনিধিঃ দামুড়হুদার নতি পোতার  মাহাবুল-কল্পনার দম্পত্তির একসঙ্গে জন্ম নেয়া  চার কন্যাশিশু কন্যার ঈদে গাভী ও পোশাক উপহার প্রদান। সোমবার দুপুর ১২ টায় উপজেলা নির্বাহী  অফিসার রোখসানা মিতার নেতৃত্বে দামুড়হুদা উপজেলার  জুড়ানপুর ইউনিয়নের  বিষ্ণুপুর গ্রামের  মাহবুল-কল্পনা দম্পতির একসঙ্গে জন্ম নেয়া যমজ চার কন্যাশিশু দোয়েল, কোয়েল, ময়না টিয়ার জন্য উপজেলা প্রশাসনের উদ্যোগে  উপজেলার উপজেলা পরিষদ চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানবৃন্দ ,দর্শনা পৌর মেয়র ও  সকল ইউপি চেয়ারম্যানদের আর্থিক সহযোগিতায় ক্রয়কৃত গাভী এবং ঈদ পোশাক কন্যাদের পিতা  মাহবুলের নিকট  প্রদান করা হয়।এসময় উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতা বলেন ঈদকে সামনে রেখে আমরা সকলে মিলে তাদের পাশে থাকার চেষ্টা করেছি।দোয়েল, কোয়েল, ময়না, টিয়ার জন্য  ঈদে উপজেলার জনপ্রতিনিধি তার পাশে আছে।কন্যাদের কে অনেক দোয়া ও শুভকামনা রইবে।এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনছুর বাবু, ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলাম সহ  বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান তার সঙ্গে উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here