শ্যামনগরে জমি বিরোধে প্রতিপক্ষের হামলা আহত-৫, আটক-২

0
169
শ্যামনগর  প্রতিনিধিঃ সাতক্ষীরার শ্যামনগরে জমি বিরোধ কে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলা মারাত্মক ভাবে ৪ জন নারী ও ১ জন পুরুষ আহত হয়েছে। এ ঘটনায় শ্যামনগর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে আল আমিন ও আবু সিদ্দিক মালীকে আটক করে সাতক্ষীরা জেল হাজতে প্রেরণ করেছেন। রক্তাক্ত বা হাড়ভাঙ্গা আহতরা হলেন- আটুলিয়ার বাদুড়িয়া গ্রামের সাবিনা খাতুন, জাহাঙ্গীর মোড়ল, জান্নাতুল ওরফে ময়না, মাহফুজা বেগম ও মাছুরা খাতুন। তাদের কে প্রাথমিক পর্যায়ে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে  সাবিনা খাতুন ও জাহাঙ্গীর মোড়ল দ্বয়ের শারীরিক অবস্থা ক্রমান্বয়ে অবনতি থাকায় হাসপাতাল কর্তৃপক্ষ তাদেরকে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে রেফার্ড করেন। আটুলিয়ার বাদুড়িয়া গ্রামের বাক্কার মালীর কন্যা মাছুরা খাতুন শ্যামনগর থানায় মামলা করেন। যার নং ২। মামলা সূত্রে প্রকাশ, ৩০ জুন সকাল ১০টার দিকে মাছুরার পিতার বসত ভিটা বাড়ীতে অনধিকারভাবে প্রবেশ করে-বাদুড়িয়া (আটুলিয়া) গ্রামের আল আমিন (২৩),  গোলাম রাইসুল (২০), আবু সিদ্দিক মালী (৫২), আবু সাদেক (৪৭), সামছুন্নাহার বেগম (৪৫), ফরিদা খাতুন (৩৮) সহ অজ্ঞাতনামা ৪/৫ জন। জমি বিরোধকে কেন্দ্র করে তারা পরস্পর যোগ সাজসে হাতে ধারালো চাইনিজ কুড়াল, গাছি দা, রাম দা, কোদাল, লোহার রড, জিআই পাইপ, শাবল, লাঠি-সোঠা ইত্যাদি সহকারে বে-আইনী জনতাবদ্ধে অকথ্য ভাষায় গালি গালাজ করতে করতে মাছুরার বোন সাবিনা খাতুন (৩৩) এর  মাথার বাম পাশে কোপ মেরে গভীর ক্ষত কাটা গুরুতর রক্তাক্ত জখম করে (১০ টি সেলাই যুক্ত), সাবিনার স্বামী  জাহাঙ্গীর এর মাথার পিছনে পাশে কোপ মেরে গভীর ক্ষত কাটা গুরুতর রক্তাক্ত জখম করে ( ৮ টি সেলাই যুক্ত), জাহাঙ্গীর মোড়ল এর কন্যা জান্নাতুল ওরফে ময়না (১১) কে লোহার রড দিয়ে এলোপাতাড়াভাবে মারপিট করে শরীরের বিভিন্ন স্থানে থেতলানো ও রক্তাক্ত জখম করে, মাছুরার চাচী মাহফুজা বেগম কে লাঠি ও লোহার দিয়ে এলোপাতাড়ীভাবে মারপিট করে শরীরের বিভিন্ন স্থানে থেতলানো ও রক্তাক্ত জখম করে  বাম হাতের কব্জির উপরে বাহুতে নিচে লেগে হাড়ভাঙ্গা গুরুতর জখম হয়। সাথে সাথে ৩নং আসামী তার হাতে। থাকা ধারালো গাছি দা দিয়ে হত্যার উদ্দেশ্যে মাহফুজা বেগম এর মাথায় কোপ মারতে গেলে সে বাম হাত দিয়ে ঠেকানোর ফলে তার বাম হাতের বাহুতে লেগে কেটে রক্তাক্ত জখম হয়। মাছুরা খাতুনকে মারপিট বেসামাল ও বেআব্রু করে শ্রীলতাহানী ঘটানোর চেষ্টা করে। তাদের উপরে এ হামলা করে মুল্যবান জিনিসপত্র ভাংচুর, ক্ষতি, লুটপাট , স্বর্ণের অলংকারাদী ও নগদ টাকা নেয়ার অভিযোগ উঠেছে। শ্যামনগর থানা অফিসার ইনচার্জ নুরুল ইসলাম বাদল জানান, ২ জন আসামী কে আটক করা হয়েছে এবং অন্যান্য আসামীদের গ্রেফতার করতে চেষ্টা অব্যাহত রয়েছে।বর্তমান মাছুরা খাতুনের পরিবার তাদের নির্যাতনের বা হামলার ভয়ে নিরাপত্তাহীনতায় ভুগছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here