কলারোয়ায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল বৃহস্পতিবার

0
307
এম,এ সাজেদ, কলারোয়া( সাতক্ষীরা) প্রতিনিধি:  কলারোয়ায় বঙ্গবন্ধু গোল্ডকাপ  ও বঙ্গমাতা শেখ  ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় প্রাথমিক গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয়  ফুটবল টূর্ণামেন্ট-২৩’  সেমি ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। একই মাঠে বৃহস্পতিবার ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।  বুধবার(২৬ জুলাই) সকাল ১০ টায় সরকারি পাইলট হাইস্কুল ফুটবল মাঠে সেমি: ফাইনাল খেলার উদ্বোধন করেন উপজেলা  শিক্ষা অফিসার এইচ,এম রোকনুজ্জামান। বালকদের ১ম সেমি ফাইনাল খেলায় খোরদো ৫-০ গোলে ১নং রামকৃষ্ণপুর সর: প্রাথ: বিদ্যালয়কে, ২য় সেমি ফাইনালে ধানঘোরাকে ২-০ গোলে পরাজিত করে জালালাবাদ সপ্রাবি: জয়লাভ করে। এদিকে বালিকাদের ১ম সেমিফাইনালে কাশিয়াডাঙ্গা ২-০ গোলে দঃ ধানদিয়া সপ্রাবি কে এবং ২য় সেমিফাইনালে তুলসীডাঙ্গা ৪-০ গোলে লাঙ্গলঝাড়া সপ্রাবি কে পরাজিত করে ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে। একই মাঠে বৃহস্পতিবার বিকালে বালকদের খেলায় জালালাবাদ বনাম খোরদো সপ্রাবি ফাইনালে মুখোমুখি হবে  অপর দিকে বালিকাদের ফাইনালে তুলসীডাঙ্গা বনাম কাশিয়াডাঙ্গা সপ্রাবি মুখোমুখি হবে। খেলা গুলি পরিচালনা করেন সাজেদুল করিম তপু, কামরুজ্জামান বাবু, রুহুল আমিন,  সাইফুল ইসলাম, আসাদুল ইসলাম,মোমিনুর রহমান। রেফারীদের সম্বনয়কারী ছিলেন শিক্ষক মাসউদ পারভেজ মিলন। ধারাভাষ্যে ছিলেন  প্রধান শিক্ষক আসাদুর রহমান সেন্টু, শিক্ষক শেখ শাহাজাহান আলী শাহিন, শিক্ষক আঃ ওহাব মামুন। দর্শক পরিপূর্ণ মাঠে উপস্থিত থেকে খেলাগুলি উপভোগ করেন  ইউ,আর,সি ইনস্ট্রাটকর নুর ইসলাম মৃধা, সহকারী শিক্ষা অফিসার  মাসুদুর রহমান, হারুন অর রশিদ, রবি শঙ্কর দেওয়ান, মন্ডল মূধুসুদন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাহিদুর  খান চৌধুরী, পাবলিক ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক এ্যাডঃ শেখ কামাল রেজা, উপজেলা স্কাউটস এর সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক রুহুল আমিন, ফুটবল কোচ মাসউদুল ইসলাম মাসুদ, শিক্ষা অফিস সহকারী মোঃ আজহারুল ইসলাম সহ  বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকগণ, সাংবাদিক ও ক্রীড়াপ্রেমী দর্শকবৃন্দ। প্রসঙ্গত: উপজেলা শিক্ষা অফিসার এইচ,এম রোকনুজ্জামান বৃহস্পতিবার বিকালে  একই ভ্যেনুতে অনুষ্ঠিতব্য বালক ও বালিকাদের ফাইনাল খেলা দুটি উপভোগ করার জন্য উপজেলার সকল সরকারি প্রথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকমন্ডলী সহ সংশ্লিষ্ঠ ক্রীড়াপ্রেমীদের আমন্ত্রণ জানিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here