কলারোয়ায় পুলিশি অভিযানে ৪ পিচ স্বর্ণের বার সহ আটক-১

0
257
এম,এ সাজেদ, কলারোয়া ( সাতক্ষীরা) প্রতিনিধি: কলারোয়া থানা পুলিশের অভিযানে ৪ পিচ স্বর্ণের বার সহ এক চোরাকারবারীকে আটক করা হয়েছে। আটক স্বর্ণ ব্যবসায়ী ভাদিয়ালী গ্রামের আসলাম হোসেন(৫২)। থানা সূত্রে জানা যায়, থানা পুলিশের চৌকস একটি দল বুধবার  ভারতীয় সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানকালে সোনাবাড়িয়া ইউনিয়নের দক্ষিন ভাদিয়ালী গ্রামের মৃত: শামছুল হকের ছেলে আসলাম হোসেনকে আটক করে ৪ পিচ(৪০ ভরি) স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৪০ লাখ টাকা বলে জানা যায়। এ ব্যাপারে কলারোয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। থানার অফিসার ইনচার্জ( ওসি) মোহা: মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত চোরাকারবারিকে বৃহস্পতিবার সাতক্ষীরা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here