বিমান প্রতিমন্ত্রী/ যশোর বিমানবন্দরকে আন্তর্জাতিক করার উদ্যোগ প্রক্রিয়াধীন যশোরের পর্যটনশিল্প হাতছানি দিচ্ছে/ জেলার ফুল-ফল, সবজি বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব

0
188

স্টাফ রিপোর্টার : যশোর বিমানবন্দরকে আন্তর্জাতিক করার উদ্যোগ প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী। তিনি বলেন, এরই মধ্যে সাড়ে তিনশ কোটি টাকা ব্যয়ে যশোরে রানওয়ের শক্তি বাড়ানোর জন্য প্রকল্প নেওয়া হয়েছে। যাতে সুপরিসরে বিমান বিমানবন্দরের রানওয়েতে ওঠানামা করতে পারে। এগুলোই আন্তর্জাতিক মানে উন্নয়নের পূর্বশর্ত। সোমবার (৩১ জুলাই) দুপুরে যশোর বিমানবন্দরে নবনির্মিত আধুনিক টার্মিনাল ভবন উদ্বোধন শেষে এসব কথা বলেন বিমান প্রতিমন্ত্রী। প্রতিমন্ত্রী আরও বলেন, শুধু যশোর নয়, দেশের সব বিমানবন্দর আন্তর্জাতিকীকরণে কাজ করছে সরকার। সেই ধারাবাহিকতায় যশোর বিমানবন্দরে ৩২ কোটি ৮৯ লাখ টাকা ব্যয়ে নতুন টার্মিনাল ভবন নির্মাণ করা হয়েছে। ফলে এ অঞ্চলের জনগণ বিমানবন্দর ব্যবহার করে বিমানযাত্রায় আরও উন্নত ও আধুনিক সেবা পাবেন। এটি এ অঞ্চলের পর্যটকসহ অন্যান্য অর্থনৈতিক কর্মকাণ্ড প্রসারে ভূমিকা রাখবে। দেশের প্রাচীনতম যশোর বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নতীকরণ প্রসঙ্গে প্রতিমন্ত্রী মাহবুব আলী বলেন, ‘যশোর ঐতিহ্যবাহী জেলা। এখানে অনেক কিছু আমাদের করা দরকার। অনেক আগেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের নির্দেশ দিয়েছেন। যশোরের পর্যটনশিল্প হাতছানি দিচ্ছে। মাইকেল মধুসূদন দত্তের বাড়ি, গদখালি ফুলের রাজ্য ও ঐতিহ্যবাহী কৃষিপণ্যের জেলা এটি। এখান থেকে ফুল-ফল কার্গো বিমানের মাধ্যমে বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব।’ বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (সিএএবি) সভাপতি এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোঃ মফিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য এমপি, যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ , যশোর-২ আসনের সংসদ সদস্য মেজর জেনারেল (অবঃ) ডাঃ নাসির উদ্দিন, ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রনালয়ের সচিব মোঃ মোকাম্মেল হোসেন, সিএএবি প্রধান প্রকৌশলী আব্দুল মালেক । প্রসঙ্গত, বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ কর্তৃক ৩২ কোটি টাকা ব্যয়ে বাস্তবাযি ত প্রকল্পের মাধ্যমে এই নতুন টার্মিনাল ভবন নির্মাণের ফলে যশোর বিমান বন্দর বছরে ১০ লক্ষাধিক যাত্রী ব্যবস্থাপনা করার সক্ষমতা অর্জন করবে। নতুন টার্মিনাল ভবনে রয়েছে ৮ টি চেক-ইন- কাউন্টার, ৫ টি ল্যাগেজ স্ক্যানিং মেশিন, ৫ টি আর্চওয়ে, ভিআইপি লাউঞ্জ ও কার পার্কিং। এছাড়াও এই প্রকল্পের অধীনে রানওয়ে লাইটিং সিস্টেম উন্নোয়ন, বৈদ্যুতিক সাবস্টেশন ও আবাসিক ভবন নির্মাণ, কার্গো এয়ারক্রাফট পার্কিং, এপ্রোন সম্প্রসারণ ও ট্যাক্সিওয়ে নির্মাণ, পানি শোধানাগার নির্মাণ, যোগাযোগ ও নিরপত্তা ব্যবস্থা স্থাপন করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here