ঝিকরগাছায় ইজিবাইকের ধাক্কায় প্রাণ গেলো বৃদ্ধের

0
168

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি : যশোরের ঝিকরগাছায় রাস্তা পার হতে গিয়ে ইজিবাইকের ধাক্কায় আব্দুল মুজিদ (৫০) নাম এক বৃদ্ধ নিহত হয়েছেন। তিনি কাটাখাল এলাকার মৃত আব্দুল রউফের ছেলে।প্রত্যক্ষদর্শী জানায়, রবিবার (১৩ আগস্ট) সকালে কাটাখাল বাজার থেকে চা খেয়ে আব্দুল মুজিদ বাড়ির উদ্দেশে (৫০) রাস্তা পার হচ্ছিলেন। এ সময় ঝিকরগাছা বাজারগামী একটি ইজিবাইকে মুজিদের ধাক্কা লাগে।স্থানীয়রা তাকে দ্রুত ঝিকরগাছা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে যশোর সদর হাসপাতালে রেফার করেন। সেখানে তার অবস্থার অবনতি ঘটলে ঢাকায় নেয়ার পথে দুপুরে আব্দুল মুজিদ (৫০) মারা যান।নিহত আব্দুল মুজিদ পানি উন্নয়ন বোর্ডের সাবেক কর্মচারী মৃত আব্দুর রউফের ছেলে।ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন ভক্ত জানান, কিছুক্ষণ আগে সড়ক দুর্ঘটনায় নিহতের বিষয়টি জানতে পারলাম।এ ব্যাপারে থানায় মামলা করলে আমরা আইনানুগ ব্যবস্থা নেবো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here