কলারোয়ায় প্রাথমিক শিক্ষার গুনগত মান উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা ও হুইল চেয়ার তরণ

0
160

এম,এ সাজেদ, কলারোয়া( সাতক্ষীরা) প্রতিনিধি: কলারোয়া: কলারোয়ায় প্রাথমিক শিক্ষার গুনগত মান উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা ও হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। মান সম্মত প্রাথমিক শিক্ষা’ স্মার্ট বাংলাদেশ গড়ার দীক্ষা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রবিবার(১৩ আগষ্ট) সকাল ১০ টায় প্রাথমিক শিক্ষক মিলনায়তনে সভাটি অনুষ্ঠিত হয়। উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তালা- কলারোয়া সংসদ সদস্য এ্যাড: মুস্তফা লুৎফুল্লাহ। উপজেলা শিক্ষা অফিসার এইচএম রোকনুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু। সহকারী শিক্ষা অফিসার এসএম মফিজুল ইসলামের পরিচালনায় সভায় অন্যান্যদের মধ্যে অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সহকারী শিক্ষা অফিসার মন্ডল মধুসূদন, হারুন অর রশিদ, প্রধান শিক্ষক মুজিবর রহমান, থানার এসআই বাকি বিল্লাহ, প্রধান শিক্ষক তৌফিকুর রহমান ও প্রধান শিক্ষক অমিত কুমার মন্ডল সহ শিক্ষক- শিক্ষিকাবৃন্দ। সভা শেষে ৮ জন প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here