মণিরামপুর থানা পুলিশের আয়োজনে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

0
176
এইচ এম জুয়েল রানা স্টাফ রিপোর্টার : যশোরের মণিরামপুর থানা পুলিশের আয়োজনে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪আগস্ট) বিকেলে জেলা পরিষদ মিলনায়তনে জাতীয় শোক দিবস উপলক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মণিরামপুর থানার অফিসার ইনচার্জ শেখ মনিরুজ্জামানের সভাপতিত্বে ও যশোর জেলার অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইনের সঞ্চালনায়, প্রধান অতিথির বক্তব্য রাখেন পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এমপি, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন যশোর জেলার পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার বিপিএম (বার) পিপিএম। অন্যান্যোর মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের বারবার নির্বাচিত সভাপতি ও পৌর মেয়র অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসান,মণিরামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার আশেক সুজা মামুন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকির হোসেন, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আমজাদ হোসেন লাভলু, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আলাউদ্দীন। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব, আইনশৃঙ্খলা বাহিনির সদস্য, সাংবাদিকবৃন্দ, উপজেলার সকল ইউপি চেয়ারম্যানবৃন্দ-সহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে খাদ্য বিতরণ করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here