বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী ইছামতি নদী থেকে বালু উত্তোলনের অনুমতি বন্ধের দাবিতে বিভিন্ন দপ্তরে অভিযোগ দায়ের!

0
163

ভ্রাম্যমান প্রতিনিধি: বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী ইছামতি নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে বিভিন্ন দপ্তরে অভিযোগ দায়ের হয়েছে। গত ২১ আগষ্ট এ লিখিত অভিযোগ দায়ের করেছেন খানজিয়া রঘুরাথপুর বালু মহলের ইজারাদার নওয়াপাড়া গ্রামের মৃত আব্বাজ আলীর ছেলে প্রফেসর মোঃ আফসার আলী। এতে সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য, সাবেক স্বাস্থ্য মন্ত্রী অধ্যাপক আ.ফ.ম রুহুল হক ও দেবহাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুজিবর রহমান সুপারিশ করেছেন। সাতক্ষীরা জেলা প্রশাসক বরাবর দায়ের এ অভিযোগে উল্লেখ করা হয়েছে হাইড্রোগ্রাফিক জরিপ অনুযায়ী দেবহাটায় কোন উত্তোলন যোগ্য বালু নাই। এমনকি দেবহাটা থেকে বালু উত্তোলন শুধুমাত্র নদী ভাঙ্গন রক্ষায় সরকারি কাজে ব্যবহারের জন্য অনুমোদন করা হলেও আবেদনকারী নদী ভাঙ্গনে কাজের সরকারি ঠিকাদার নন। তাছাড়া মাটি/বালু নীতিমালায় অবৈধ বালু উত্তোলন (বিধান) আইন ২০১০ অমান্য করে এ বালু উত্তোলনের অনুমতি দেওয়া হয়েছে। লিখিত অভিযোগটি খুলনা বিভাগীয় কমিশনার, পানি উন্নয়ন বোর্ডের খুলনা বিভাগীয় তত্ত¡াবধায়ক প্রকৌশলী, নীলডুমুর বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক, পানি উন্নয়ন বোর্ড সাতক্ষীরা-১ এর নির্বাহী প্রকৌশলী, উপ-বিভাগীয় প্রকৌশলী পানি উন্নয়ন বোর্ড, দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা, দেবহাটার সহকারী কমিশনার (ভূমি), অফিসার ইনচার্জ দেবহাটা থানা, দেবহাটা বিজিবি কোম্পানী কমান্ডার, টাউনশ্রীপুর বিজিবি কোম্পানী কমান্ডার, ভাতশালা বিজিবি কোম্পানী কমান্ডার, কোমরপুর বিজিবি কোম্পানী কমান্ডারকে অনুলিপি প্রদান করা হয়েছে।
লিখিত অভিযোগে জানা যায়, সাতক্ষীরা জেলার দেবহাটা থানার ইছামতি নদীর ১নং খাস খতিয়ানভুক্ত সুশিলগাতী মৌজার ২৫০ দাগে শুধুমাত্র নদী ভাঙ্গন রক্ষায় সরকারি কাজে ব্যবহারের জন্য অনুমোদন হয়েছে। কিন্তু আবেদনকারী নদী ভাঙ্গনে কাজের সরকারি ঠিকাদার নন। আবেদনকারী শেখ সাব্বির আহমেদ এর সহকারী মোঃ কুদ্দুস আলী সুঁশিলগাতী সাময়িকভাবে ইজারা নিয়ে দেবহাটা থানায় ইছামতি নদীর সমগ্র টাউনশ্রীপুরের সহ সমগ্র নদী এলাকা থেকে ড্রেজিং এর মাধ্যমে অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রয় করছেন। যা মাটি ও বালু নীতিমালা ২০১০ এর ১৫ ক্রমিকে অপরাধ, শাস্তির বিধানের আওতায় পড়ে। দেবহাটা টাউনশ্রীপুর ম্যানগ্রোভ সুদর্শন হওয়ায় পূর্বে জেলা প্রশাসক টাউন শ্রীপুর বালু মহলের ইজারা বন্ধ ঘোষণা করেন। কিন্তু আবেদনকারী শেখ সাব্বির আহমেদ এর সহকারী সুচতুর বালু দস্যু কুদ্দুস আলী দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি), উপ-সহকারী প্রকৌশলী পানি উন্নয়ন বোর্ডকে ভূল বুঝিয়ে তাদের মাধ্যমে সাতক্ষীরা জেলা প্রশাসক, অতিঃ জেলা প্রশাসক রাজস্বকে ইজারার জন্য সুপারিশ করেন। যা নদীর ভাঙ্গন জনস্বার্থকে উপেক্ষা করে সাময়িক ইজারা প্রস্তাব প্রেরণ করেছেন। বিষয়টি পুনরায় তদন্ত পূর্বক বাতিল করার দাবি জানানো হয়েছে লিখিত অভিযোগে।
আরো জানা গেছে, সাতক্ষীরা জেলাধীন দেবহাটা উপজেলার ইছামতি নদীর ১নং খাস খতিয়ানের সুঁশিলগাতী-টাউনশ্রীপুর মৌজায় কোন বালু মহল নেই। তাছাড়া নদীর রক্ষার জন্য যেটুকু বালু দরকার তা নদীর মধ্যে ছড়িয়ে ছিটিয়ে আছে। ঐ বালু উত্তোলন করলে পানি উন্নয়ন বোর্ডের ভেঁড়িবাধ দুর্বল হয়ে ভাঙ্গনের কবলে পড়বে এমনকি বহু গ্রাম প্লাবিত হবে। গ্রামের মানুষ নানামূখি ক্ষতিগ্রস্থ হবেন। তাই জনস্বার্থে দেশের ভূখন্ড রক্ষায় বালু উত্তোলন বন্ধে কার্যকরী ভূমিকা নিতে জেলা প্রশাসক সহ সংশ্লিষ্টদের হস্তক্ষেপ জানানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here