সাতক্ষীরায় ডেঙ্গু রোগী বেড়েই চলেছে

0
169
মনিরুজ্জামান জুলেট, শ্যামনগর সাতক্ষীরা প্রতিনিধিঃ সাতক্ষীরায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়েই চলেছে। গত ২৪ ঘন্টায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নতুন করে আরো ৬ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছে। জেলার বিভিন্ন হাসপাতালে বর্তমানে ভর্তি রোগীর সংখ্যা ৪৩ জন। এটাই সর্বোচ্চ সংখ্যা। এরমধ্যে একজন বেসরকারী হাসপাতালে। অন্যরা সবাই সরকারী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
জেলায় গত ২৪ ঘন্টায় আরো ৮ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তির মধ্যদিয়ে মোট রোগীর সংখ্যা দাড়িয়েছে ৩১৭ জন। এর মধ্যে সুস্থ্য হয়ে বাড়ি ফিরে গেছেন ২৪৮ জন। ২২ জন রোগীকে এক হাসপাতাল থেকে অপর হাসপাতালে রেফার্ড করা হয়।
সবচেয়ে বেশি রোগী ১৫৭ জন চিকিৎসা নিয়েছেন সামেক হাসপাতালে। উপজেলাগুলোর মধ্যে সবচেয়ে বেশি রোগী ৫৬ জন কলারোয়ায়। সাতক্ষীরা সদর হাসপাতালে ৩৬ জন, কালিগঞ্জে ২২ জন, শ্যামনগর ও দেবহাটায় ১২ জন করে, তালায় ১১ জন, আশাশুনি ৪ জন এবং বেসরকারী হাসপাতালে ৭ জন। এ পর্যন্ত ৪ জর রোগী মারা গেছেন। এরা সবাই সামেক হাসপাতালে ভর্তি ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here