দেবহাটায় দরদি সংগঠনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

0
165

ভ্রাম্যমান প্রতিনিধি: ‘ধরিত্রী সবুজেই সাজে’ প্রতিপাদ্যে দেবহাটা উপজেলাব্যাপী শুরু হয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সংগঠন দরদি’র বৃক্ষরোপণ কর্মসূচি। মঙ্গলবার শুরু হওয়া কর্মসুচি উপজেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ স্থানে দরদি’র সদস্যদের অংশগ্রহণে এই কর্মকান্ড চলবে আগামী ০৪সেপ্টেম্বর পর্যন্ত।
দরদি’র সভাপতি নাসিম হাসানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নাজমুল আহসানের পরিচালনায় সর্বমোট ৬টি ভেন্যুতে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়।
সরকারি খানবাহাদুর আহছানউল্লা কলেজে বৃক্ষরোপণ কার্যক্রমে অংশগ্রহণ করেন, কলেজের অধ্যক্ষ মো. শহীদুল ইসলাম, দরদি’র ছাত্র-শিক্ষক সমন্বয় উপদেষ্টা মো. আবু তালেব,  নলতা প্রেসক্লাবের সভাপতি ও দরদি’র উপদেষ্টা (সার্বিক) মো. মনিরুজ্জামান মহসিন সহ অন্যান্য শিক্ষক ও অর্ধশতাধিক শিক্ষার্থীবৃন্দ।
সখীপুর দীঘিরপাড় সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন প্রধান শিক্ষক শিফালি মুখার্জি, দরদি’র প্রচার ও প্রকাশনা বিষয়ক উপদেষ্টা ও দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম সহ স্কুলের অন্যান্য শিক্ষক-শিক্ষিকাসহ শতাধিক শিক্ষার্থীবৃন্দ।
সখিপুর আলিম মাদরাসায় বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন সহকারী অধ্যক্ষ মাওলানা শামসুল আরিফ সহ অন্যান্য শিক্ষকবৃন্দ। সখিপুর ইউনিয়ন পরিষদে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম সহ পরিষদের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
পারুলিয়া এস এস মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কমসূচিতে অংশগ্রহণ করেন দরদি’র মাধ্যমিক ও গণশিক্ষা উপদেষ্টা ও পারুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল হোসেন,সহ একাধিক শিক্ষকবৃন্দ ও উক্ত প্রতিষ্ঠানের অর্ধশতাধিক শিক্ষার্থীবৃন্দ।
পারুলিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন ম্যানেজিং কমিটির সভাপতি মোসলেহ উদ্দীন সরদার, প্রধান শিক্ষক নজরুল ইসলাম সহ উক্ত প্রতিষ্ঠানের একাধিক শিক্ষার্থী।
উক্ত বৃক্ষরোপণ কর্মসূচির সার্বিক পরিচালনায় ছিলেন দরদি’র সহ-সভাপতি মো. সাদিক, স্থানীয় সরকার ও গণ-যোগাযোগ বিষয়ক সম্পাদক মো. সোহেল হোসাইন এবং স্থানীয় সরকার ও গণ-যোগাযোগ বিষয়ক উপসম্পাদক মো. বাবুল ইসলাম, উপ-কর্মসূচি বিষয়ক সম্পাদক ইমরান হোসেন শান্তসহ যুক্ত ছিলেন দরদি’র কার্যকারী সদস্যবৃন্দ মো. মুস্তাহিদ এবং সাইয়েদ আল তিতুমীর।
শিক্ষা এবং সমাজসেবামূলক কার্যক্রমের লক্ষ্য নিয়ে ২০১৯ সালে একঝাঁক মেধাবী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের নিয়ে প্রতিষ্ঠিত হয় দরদি সংগঠন। বার্ষিক বৃক্ষরোপণের কর্মসূচি হিসেবে ২০২৩সালে এটি ছিল দরদি’র সপ্তাহব্যাপী বৃক্ষরোপণের ১ম দিন। উপজেলার  একাধিক প্রতিষ্ঠানে এই বৃক্ষরোপণ কার্যক্রমে শিক্ষকবৃন্দ ও সুধীসমাজ তাঁদেরকে সাধুবাদ জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here