শ্যামনগরে শিক্ষার্থীদের আরসিআরসি বেসিক ও ফাস্ট এইড প্রশিক্ষণ শেষে সার্টিফিকেট বিতরণ

0
164
মনিরুজ্জামান জুলেট,শ্যামনগর সাতক্ষীরা প্রতিনিধিঃ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিট ও শ্যামনগর উপজেলার টিমের উদ্যোগে সহশিক্ষা কার্যক্রম হিসেবে সাতক্ষীরার শ্যামনগর উপজেলা রেড ক্রিসেন্ট ইউনিটের আওতাধীন উপজেলার দুইটি শিক্ষাপ্রতিষ্ঠানে ৪দিন ব্যাপী আরসিআরসি বেসিক ও ফাস্ট এইড প্রশিক্ষণের সমাপনী ও প্রশিক্ষণার্থীদের মাঝে সার্টিফিকেট বিতরণ করা হয়েছে।
বুধবার (৩০ আগস্ট) উপজেলার নওয়াবেকি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমজাদ হোসেন মিঠুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে চার দিনব্যাপী আরসিআরসি বেসিক ও ফাস্ট এইড প্রশিক্ষণার্থীদের মাঝে সার্টিফিকেট বিতরণ করেন শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আক্তার হোসেন।
এসময় উপস্থিত ছিলেন- উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শাহিনুল ইসলাম, সাতক্ষীরা জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের ইউনিট লেভেল কর্মকর্তা মোঃ হাসিবুল ইসলাম সোহান, সাতক্ষীরা জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের যুব প্রধান মোঃ ইলিয়াস হোসেন, ক্রিসেন্ট ইউনিটের আইসিটি মিডিয়া ও কমিনিউকেশন বিভাগীয় প্রধান মোঃ ইকবাল কাদরি ও উপ-প্রধান এস.এম সাইফুল ইসলাম, শ্যামনগর উপজেলা দলনেতা আনিছুর রহমান মিলনসহ সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিট ট্রেনিং ডিপার্টমেন্ট’র সদস্যরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের উদ্যোগে সহশিক্ষা কার্যক্রম হিসেবে সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিটের আওতাধীন উপজেলার নওয়াবেকী মাধ্যমিক বিদ্যালয় ও বিড়ালাক্ষী মহিলা দাখিল মাদ্রাসায় ৪ দিন ব্যাপী আরসিআরসি বেসিক ও ফাস্ট এইড প্রশিক্ষণ দেওয়া হয়। এতে প্রতি প্রতিষ্ঠান ৫৩ জন করে মোট ১০৬ জন শিক্ষার্থী প্রশিক্ষণে অংশ নেয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here