যশোরে দুই নারীর দেহ তল্লাশি করে মিললো তিন কেজি গাঁজা

0
172

স্টাফ রিপোর্টার : যশোরের শার্শায় তিন কেজি গাঁজাসহ দুই নারীকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন, শাবানা বেগম (৩৭) ও ফাতেমা বেগম (৩০)। রবিবার (১ অক্টোবর) দুপুরে উপজেলার গোড়পাড়া থেকে গাঁজাসহ তাদেরকে আটক করা হয়। আটক শাবানা বেগম যশোর শহরের চাচড়ার হেলাল শেখের স্ত্রী ও ফাতেমা বেগম সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়নের শহীদুল্লাপুর গ্রামের গফফারের স্ত্রী। শার্শার গোড়পাড়া ক্যাম্পের আইসি (ক্যাম্প ইনচার্জ) এসআই সালাউদ্দিন খান জানান, পুলিশের কাছে গোপন খবর ছিলো মাদকের একটি চালান হাতবদল করবে নারী দুই মাদক ব্যবসায়ী। এসময় ঘটনাস্থলে ওত পেতে থাকে পুলিশ। মাদক ব্যবসায়ী ওই দুই নারী ঘটনাস্থলে আসলে জিজ্ঞাসাবাদের জন্য তাকে দাঁড় করানো হয়। পরে দেহ তল্লাশি করে দুই নারীর কাছ ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় শার্শা থানায় নিয়মিত মামলার প্রস্তুতি চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here