কলারোয়ায় চন্দনপুর ৯ নং ওয়ার্ড আ’লীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত 

0
162
এম,এ সাজেদ, কলারোয়া ( সাতক্ষীরা) প্রতিনিধি: কলারোয়ায় চন্দনপুর ইউনিয়ন ৯ নং ওয়ার্ড আওয়ামীলীগের আয়োজনে ভোট কেন্দ্র ভিত্তিক কমিটি গঠনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার(১৪ অক্টোবর) বিকালে মদনপুর বাজার মোড়ে সভাটি অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান, আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকা প্রতীক প্রত্যাশি ফিরোজ আহম্মেদ স্বপন। তিনি আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে ওয়ার্ড ভিত্তিক সকল দলীয় নেতা- কর্মীদের একত্রিত থেকে নির্বাচনী নির্দেশনা মেনে ভোট কেন্দ্রকে সুরক্ষিত রেখে ভোটারদের ভোটদানে সার্বিক সহযোগীতা ও ভোটারদের মাঝে সরকারের বিভিন্ন উন্নয়নের কথা তুলে ধরার আহবান জানান। এ ছাড়া, বিরোধী দল বি,এন,পি ও জামায়াতের নৈরাজ্য ও বিশৃঙ্খলার প্রতিবাদ জানিয়ে দলীয় কর্মীদের শান্তি বজায় রাখতে ঐক্যবদ্ধ থেকে আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকা প্রতীককে বিজয়ী করে দেশ নেত্রী গনতন্ত্রের মানসকন্যা জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে নির্বাচনী কার্যক্রম পরিচালনার উপর গুরুত্ব আরোপ করেন। সভায় ৯ নং মদনপুর ওয়ার্ড আ’লীগ সভাপতি ভুট্টোর সভাপতিত্বে অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক ইউপি চেয়ারম্যান বেনজির হোসেন হেলাল,আ’লীগ নেতা সাবেক অধ্যক্ষ গাজী রবিউল ইসলাম, আ’লীগ নেতা সরদার আব্দুর রউফ, মাস্টার হাফিজুর রহমান, ফজলুর রহমান, ওসমান গনি সহ ওয়ার্ড  আ’লীগের নেতৃবৃন্দ। সভায় ৯ নং ওয়ার্ডের মদনপুর এলাকার অসংখ্য আ’লীগ নেতা- কর্মী প্রশিক্ষণের অংশ হিসাবে মতবিনিময় সভায় অংশগ্রহন করেন বলে জানা যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here