মনিরামপুরের সন্ত্রাসীদের গুলিতে নিহত যুবলীগ সভাপতির খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে, শোক ও স্মরণ সভা অনুষ্ঠিত

0
146

জাহিদ মনিরামপুর (পৌর) প্রতিনিধি : মনিরামপুরের যুবলীগ সভাপতি, নেহালপুর স্কুল এন্ড কলেজের প্রভাষক এবং টেকারঘাট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি উদয় শংকর বিশ্বাস (৪৩) সোমবার ১৬ অক্টোবর সকাল আনুমানিক ৭ঃ১৫ মিনিটে তার বাড়ির পূর্ব পাশে রাস্তার উপর দুর্বৃত্তের গুলিতে নিহত হন। উক্ত নৃশংসনীয় হত্যাকাণ্ডের ঘটনায় ১৯ /১০ / ২০২৩ ইং তারিখ রোজ বৃহস্পতিবার সকাল ৯.০০ ঘটিকার সময় নেহালপুর স্কুল এন্ড কলেজ কর্তৃক শোক স্মরণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত শোক সভায় অত্র কলেজের অধ্যক্ষ চঞ্চল ভট্টাচার্য , সকল প্রভাষকগণ এবং অত্র কলেজের শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন। সকলেই উক্ত নৃশংসনীয় ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন এবং দুর্বৃত্তদের অনতিবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন। একই দিনে টেকারঘাট মাধ্যমিক বালিকা বিদ্যালয় কর্তৃক সকাল ১১.০০ ঘটিকায় দুর্বৃত্তদের অনতিবলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এবং শোক স্মরণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত শোক সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আল সাইফুল ইসলাম সোহাগ, যশোর জেলা আওয়ামী যুব লীগের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম রেন্টু চাকলাদার, উপস্থিত ছিলেন মনিরামপুর উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক উত্তম চক্রবর্তী বাচ্চূ, মনিরামপুর উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এস এম লুৎফর রহমান, উপস্থিত ছিলেন ১৬ নম্বর নেহালপুর ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ, আরো উপস্থিত ছিলেন নেহালপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ চঞ্চল ভট্টাচার্য সহ সকল প্রভাষকগণ এবং উপস্থিত ছিলেন বালিধা মাধ্যমিক বিদ্যালয় এর শিক্ষকগণ, উপস্থিত ছিলেন টেকারঘাট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষকমন্ডলীগন আরো উপস্থিত ছিলেন অত্র এলাকার সুধীজন। উপস্থিত সকলেই উক্ত নৃশংসনীয় ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন এবং অনতিবিলম্বে হত্যাযজ্ঞ ঘটনায় জড়িত সকলকে যথপযুক্ত বিচারের ব্যবস্থা করার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছে। সাথে সাথে শোকসন্তপ্ত পরিবারের সুখ শান্তি কামনা করে এবং উক্ত নৃশংসনীয় ঘটনায় পরিবারের সকলকে ধৈর্য ধারণের সান্তনায় উক্ত সরণ সভার সমাপ্তি ঘোষনা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here