অভয়নগরে দুর্গাপুজা উপলক্ষে সুন্দলীতে ইঞ্জিনিয়ার আরশাদ পারভেজের বস্ত্র বিতরণ

0
134
স্টাফ রিপোর্টার: যশোরের অভয়নগরে শারদীয় দুর্গাপুজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের মানুষের মাঝে বস্ত্র বিতরণ করেছেন ইঞ্জিনিয়ার আরশাদ পারভেজ। গতকাল রোববার সকাল সাড়ে দশটায় সুন্দলী ইউনিয়ন পরিষদ চত্বরে এ বস্ত্র বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত হয়। সুন্দলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধির কুমার পাঁড়ের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, অভয়নগর বাঘারপাড়া ও বসুন্দিয়া নির্বাচনী এলাকার নৌকা প্রতিকের মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক ও জেলা আওয়ামী লীগের সদস্য ইঞ্জিনিয়ার আরশাদ পারভেজ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, যশোর জেলা পরিষদের সদস্য আঃ রউফ মোল্যা, অভয়নগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আক্তারুজ্জামান তারু, সুন্দলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিকাশ রায় কপিলসহ ইউনিয়ন আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক সমিরন সরকার। পরে হিন্দু সম্প্রদায়ের মানুষের হাতে নতুন কাপড় তুলে দেন অতিথিবৃন্দ। বস্ত্র বিতরণ শেষে বেশ কয়েকটি পুজা মন্ডপ পরিদর্শন করেন ইঞ্জিনিয়ার আরশাদ পারভেজ। এদিকে রোববার অভয়নগরের চলিশিয়া, পায়রা, প্রেমবাগ, শুভরাড়া, বাঘুটিয়া ও শ্রীধরপুর ইউনিয়নে ইঞ্জিনিয়ার আরশাদ পারভেজ এর পক্ষ থেকে একযোগে ১০ হাজার মামুষের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here