সাতক্ষীরা -চাপড়া সড়কে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ মোটরসাইকেল আরোহী নিহত। 

0
163
ধুলিহর (সাতক্ষীরা) প্রতিনিধি; সাতক্ষীরা টু চাপড়া সড়কের ব্রহ্মরাজ পুরের কালের ডাঙা নামক স্থানে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ মোটরসাইকেল আরোহী আজ শুক্রবার দুপুর আনুমানিক ১২ টার সময়  ঘটনাস্থলেই নিহত হয়েছে বলে  প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।নিহতদের মধ্যে একজন দহাকুলা গ্রামের শেখপাড়ার আরেফিন শেখের পুত্র ময়েজ হোসেন (২২)এবং অপরজন  খুলনার রায়ের মহল গ্রামের নাফিজউদ্দীনের পুত্র মহিন হোসেন (২৩)।সম্পর্কে তারা আপন মামাতো ফুফাতো ভাই বলে স্হানীয়রা জানান। প্রত্যক্ষদর্শী কালের ডাঙ্গা গ্রামের মোঃ আবুল কালাম দৈনিক পত্রদূতকে জানান -ওই ২ মোটরসাইকেল আরোহী বেপরোয়া গতিতে ব্রহ্মরাজ পুর  বাজারের দিকে হেলেদুলে যাচ্ছিল।এসময় বিপরীত দিক থেকে আসা সাতক্ষীরা অভিমুখী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।এ ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে বলে জানা গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here