জামায়াত-বিএনপির ডাকা অবরোধের প্রতিবাদে শ্যামনগরে ছাত্রলীগের মিছিল ও শান্তি সমাবেশ

0
299
মনিরুজ্জামান জুলেট, শ্যামনগর সাতক্ষীরা প্রতিনিধিঃ ৩১ অক্টোবর হতে ২ নভেম্বর পর্যন্ত সকাল সন্ধা বিএনপি-জামায়াতের ডাকা অবরোধ ও নৈরাজ্যের প্রতিবাদে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দারের নির্দেশনায় শ্যামনগর সরকারী মহসিন কলেজ ছাত্রলীগের আয়োজনে শ্যামনগরে বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ৩১ অক্টোবর সকাল সাড়ে ১১টায় শত শত কলেজ ছাত্রলীগ কর্মীর উপস্থিতিতে বিক্ষোভ মিছিলটি শ্যামনগর সরকারী মহাসিন কলেজ ক্যাম্পাস হতে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
শ্যামনগর সরকারী মহসিন কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম ও শ্যামনগর সরকারী মহসিন ছাত্রলীগ নেতা এস এম ফয়সাল হায়দার এর নেতৃত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক মো: হাফিজুর রহমান হাফিজ,শ্যামনগর সদর ইউনিয়ন যুবলীগের সভাপতি হাসানুজ্জামান হাসান,যুবলীগ নেতা শেখ সুজন, শ্যামনগর সরকারী মহসিন কলেজের সাবেক সভাপতি আব্দুস সবুর, কলেজ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, সরকারী মহসিন কলেজ ছাত্রলীগ নেতা মিথুন, ইয়াসিন, জিৎ, দ্বিপ, অভি, সৈকত তানভির,দেবপ্রিয়, সুজন, কৌশিক, সম্রাট, মাহফুজ, ইমন, চিরন্জিত সহ শ্যামনগর সরকারী মহসিন ডিগ্রী কলেজের নেতৃবৃন্দ।এসময় সংক্ষিপ্ত শান্তি সমাবেশে বক্তরা প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করার জন্য নেতাকর্মীদের মাঠে থাকার আহ্বান জানান এবং সন্ত্রাস, নৈরাজ্য ও দেশ বিরোধী চক্রান্ত সহ সকল ষড়যন্ত্রকারীদের প্রতিহত করা হবে বলেও হুশিয়ারি দেন। বক্তারা ৩১ অক্টোবর হতে ২ নভেম্বর পর্যন্ত বিএনপি জামাতের ডাকা অবরোধকে প্রতিহত করে শ্যামনগরে শান্তি রক্ষায় এমপি জগলুল হায়দারের নির্দেশে মাঠে থাকার আহবান জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here